ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪: ইসি সচিব

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১৩ জন পড়েছেন

দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার পাঁচশ চারজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, গত ২৫ জুন পর্যন্ত খসড়া তালিকায় যোগ হয়েছিল ৪৫ লাখ ৭১ হাজার দুইশ ১৬ জন। মারা যাওযায় কর্তন করা হয়েছিল ২১ লাখ ৩২ হাজার পাঁচশ ৯০ জন।  এরপর ৩১ আগস্ট পর্যন্ত মাঠপর্যায়ে আরও অন্তর্ভুক্ত হয়েছে এক লাখ ৩৭ হাজার ছয়শ ৪২ জন। মারা যাওয়ায় তালিকা থেকে কর্তন করা হয়েছে এক হাজার ৩৮ জন ভোটার।

এদিকে চলতি বছরের ২ মার্চ হালনাগাদের পর ভোটার দাঁড়িয়েছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার দুইশ ৭৪ জন। সব মিলিয়ে দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার পাঁচশ চারজন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ চারশ ৫৫ জন। আর নারী ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার আটশ ১৯ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছে এক হাজার দুইশ ৩০ জন।

তিনি জানান, তারা আরেকটি তালিকা করবেন। এটি হবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত, সে সময় পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন তাদের নিয়ে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন নিয়ে রোডম্যাপও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪: ইসি সচিব

আপডেট সময় : ০৬:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার পাঁচশ চারজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, গত ২৫ জুন পর্যন্ত খসড়া তালিকায় যোগ হয়েছিল ৪৫ লাখ ৭১ হাজার দুইশ ১৬ জন। মারা যাওযায় কর্তন করা হয়েছিল ২১ লাখ ৩২ হাজার পাঁচশ ৯০ জন।  এরপর ৩১ আগস্ট পর্যন্ত মাঠপর্যায়ে আরও অন্তর্ভুক্ত হয়েছে এক লাখ ৩৭ হাজার ছয়শ ৪২ জন। মারা যাওয়ায় তালিকা থেকে কর্তন করা হয়েছে এক হাজার ৩৮ জন ভোটার।

এদিকে চলতি বছরের ২ মার্চ হালনাগাদের পর ভোটার দাঁড়িয়েছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার দুইশ ৭৪ জন। সব মিলিয়ে দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার পাঁচশ চারজন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ চারশ ৫৫ জন। আর নারী ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার আটশ ১৯ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছে এক হাজার দুইশ ৩০ জন।

তিনি জানান, তারা আরেকটি তালিকা করবেন। এটি হবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত, সে সময় পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন তাদের নিয়ে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন নিয়ে রোডম্যাপও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।