ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা থেকে নারায়ণগঞ্জে এনে গৃহকর্মীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১১ জন পড়েছেন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহকর্মীকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান কররেন আদালত।

আজ রবিবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের বানারীপাড়া থানার আবু আফতাব স্বপন ও সবুজ বাইন।

আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার উক্ত মামলার বিচার শেষে এ রায় ঘোষণা করা হয়। মামলার বিবরণে জানা যায়, আসামিরা ঢাকার বাসা থেকে এক কিশোরকে কাজের জন্য নিয়ে আসে। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, এ ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা থেকে নারায়ণগঞ্জে এনে গৃহকর্মীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহকর্মীকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান কররেন আদালত।

আজ রবিবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের বানারীপাড়া থানার আবু আফতাব স্বপন ও সবুজ বাইন।

আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার উক্ত মামলার বিচার শেষে এ রায় ঘোষণা করা হয়। মামলার বিবরণে জানা যায়, আসামিরা ঢাকার বাসা থেকে এক কিশোরকে কাজের জন্য নিয়ে আসে। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, এ ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।