দিনাজপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। এ সময় দিনাজপুর গণ অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের চাড়ুবাবুর মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুরের সদর হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদদিনাজপুর জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গোলাম আজম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার সভাপতি শফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন
প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানায়, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুরে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের লিলির মোড়, মর্ডান মোড় অতিক্রম করে চাড়বাবুর মোড় হয়ে থানা মোড়ে জেলা জাতীয় পাটির অফিসের দিকে যাচ্ছিল।
এ সময় পুলিশ চাড়বাবুর মোড়ে মিছিলটি আটকে দেয়। সেখানে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে দিনাজপুর গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম আহত হন।তখন মিছিলকারীরা পুলিশের বাঁধা অতিক্রম করে কোতয়ালী থানার সামনে জাতীয় পাটির অফিসে যাওয়ার চেষ্টা করলে আগে থেকে অবস্থান নেওয়া সেনাবাহিনী ও পুলিশের কারণে যেতে পারেনি।
তবে তারা সেখানে বসে পড়ে কিছু সময় বিভিন্ন স্লোগান দিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। পরে আহত অবস্থায় সভাপতি শফিকুল ইসলামকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক গোলাম আজম বলেন, দুপুর সোয়া ১২ টার দিকে দিনাজপুরের সদর হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের চাড়–বাবুর মোড় অতিক্রম করার সময় পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে মিছিলের সামনে থাকা সভাপতি শফিকুল ইসলামসহ কয়েকজন আহত হন।আহত দিনাজপুর গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। শহরের চাড়বাবুর মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় আমরা পুলিশের বাঁধা অতিক্রম করে থানা মোড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে আমি ডান পা ও হাতে এবং বুকের বাঁ পাশে আঘাত পাই।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বলেন, মিছিলকারীরা আমাদের জানিয়েছিল তারা চাড়–বাবুর মোড় হয়ে বাসুনিয়াপট্টি হয়ে চলে যাবে। কিন্তু তারা থানার দিকে আসার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
দিনাজপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম কিভাবে আহত হয়েছেন জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে আমাদের জানা নেই।