তামাকের প্রভাবে দিনে ৩৫৬ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৬:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ৪০ জন পড়েছেন
এতে সভাপতিত্ব করেন, ঢাকা আহছানিয়া মিশনের সহ-সভাপতি ডা. মোহাম্মদ খলিলউল্লাহ ও মুল প্রবন্ধ উপস্থাপন করেন জন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার সাবেক ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক।
সভায় কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, ‘আইন করে সমস্যা সমাধান সম্ভব নয়। ঘরে থেকে সন্তানদের শিক্ষা দিতে হবে। যাতে ভবিষ্যতে আমরা ধূমপান মুক্ত একটা সমাজের কথা বলতে পারি। এ জন্য সামাজিক ও রাজনৈতিক আন্দোলন হিসেবে নিতে হবে।’
তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচনে প্রত্যোকটা রাজনৈতিক দলকে নির্বাচনের ইশতেহারে এই বিষয়টি যুক্ত করতে হবে। এছাড়া তামাক চাষিদের আইনের চাপে না ফেলে ধান চাষের বিষয়ে উত্সাহিত করা ও প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে।’
সভায় বলা হয়, বাংলাদেশে তামাক কম্পানির হস্তক্ষেপ একটি বড় চ্যালেঞ্জ। তাই আইন সংশোধনের প্রক্রিয়ায় তামাক কম্পানির সাথে কোনও ধরনের বৈঠক না করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এতে আরো বলা হয়, দেশে তামাক তমাতে হলে প্রথমে চাহিদা কমাতে হবে। এরপর সরবরাহ বন্ধ করতে হবে। যে দেশ চাহিদা ও যোগান নিয়ন্ত্রণের জন্য এফসিটিসিতে প্রস্তাবিত বিষয়গুলো যথাযথভাবে ব্যবহার করতে পারে সে দেশের তামাক নিয়ন্ত্রণের অগ্রগতি ততো ভালো।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা আহছানিয়া মিশনের নিবার্হী কমিটি’র সদস্য অধ্যাপক ডা. শহিদুল আলম, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এম এম বাদশাহ প্রমুখ।