একতরফা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করবেন না : আশরাফুল ভুইয়া

- আপডেট সময় : ০৫:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১৬১ জন পড়েছেন
দৈনিক সোজাসাপটা পত্রিকায় গত ২৪ আগস্ট প্রকাশিত “ভোটে প্রভাব ফেলবে ৫ই আগস্ট পরবর্তী আচরণ” শিরোনামের সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহ-আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট আশরাফুল বারী ভুইয়া।
তিনি বলেন, ওই সংবাদের মাধ্যমে তার এবং তার বাবা এডভোকেট আব্দুল বারী ভুইয়ার বিরুদ্ধে সম্পূর্ণ মনগড়া ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে অভিযোগ আনা হয়েছে যে তারা নাকি বিরোধী মতের আইনজীবীদের হুমকি-ধমকি দিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গালগল্প বলে উল্লেখ করেন তিনি।
ঘটনার ব্যাখ্যায় তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি সাবেক পিপি ওয়াজেদ আলী খোকন আগাম জামিন নিয়ে আদালতে হাজির হন। শুনানি শেষে হঠাৎ এডভোকেট রউফ মোল্লা বর্তমান পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকিরকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করেন। এ সময় তার বাবা শুধু জানতে চান কেন গালিগালাজ করা হচ্ছে। জবাবে রউফ মোল্লা তার বাবাকে এবং তাকেও গালিগালাজ করেন। এরপর সামান্য কথাকাটাকাটি ছাড়া আর কিছু ঘটেনি।
এডভোকেট জসিমকে মারধরের অভিযোগ নিয়েও তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “জসিম সাহেবের সাথে প্রতিদিন কোর্টে দেখা হয়, সালাম আদান-প্রদান হয়। এমন একজনের সাথে বিরোধ বা মারধরের প্রশ্নই আসে না।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ পক্ষ সবসময় ভিকটিম কার্ড খেলে। ঘটনার আগের বা পরের অংশ না বলে মাঝের অংশ বিকৃতভাবে উপস্থাপন করে সহানুভূতি আদায় করার চেষ্টা করে।
শেষে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে এডভোকেট আশরাফুল বারী ভুইয়া বলেন, “একতরফা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে উভয় পক্ষের বক্তব্য যাচাই করে সত্যনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করুন।”