‘বাড়িতে কোনো প্রতিযোগিতা চাই না’, যে ইঙ্গিত দিলেন শাহরুখ খান
‘বাড়িতে কোনো প্রতিযোগিতা চাই না’, যে ইঙ্গিত দিলেন শাহরুখ খান

- আপডেট সময় : ০৩:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৪ জন পড়েছেন
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্ত-অনুরাগীরা ছেলে আরিয়ানকে ক্যামেরার পেছনে নয়, বরং পর্দার নায়ক হিসেবে দেখতে চান। সম্প্রতি শাহরুখের ‘আস্ক মি এনিথিং’ সেশনে এমনই আবদার করে বসেন অনুরাগীরা। তাতেই সবটা খোলাসা করলেন কিং খান।
এদিকে ইতোমধ্যেই বাবার সঙ্গে বড়পর্দায় আসতে চলেছেন সুহানা খান। তার প্রস্তুতিও চলছে জোরকদমে। ছেলে আরিয়ানও পিছিয়ে নেই। খুব শিগগিরই রুপালি পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে তার। তবে পরিচালক হিসেবে।
‘আস্ক মি এনিথিং’ অনুষ্ঠানে ছেলেমেয়েদের রুপালি পর্দায় আসা প্রসঙ্গে শাহরুখ খান বলেন, তিনি তার বাড়িতে কোনো প্রতিযোগিতা চান না। কারণটা খুলে না বললেও অভিনেতার ইঙ্গিত দেন— মেয়ে যেহেতু বড়পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছে, ছেলে ক্যামেরার নেপথ্যেই থাকবে। অভিনেতা বলেন, ও (আরিয়ান) ক্যামেরার নেপথ্যে থাকতে চায়, ওকে ভালোবাসা দেবেন ওর প্রথম কাজের জন্য। এ ছাড়া বাড়িতে কোনো প্রতিযোগিতা হোক, চাই না।
আরিয়ানের ওয়েব সিরিজ ‘স্টারডম’-এর শুটিং শেষ। নাম থেকেই স্পষ্ট— বিনোদন জগতের তারকাদের জীবনের ওঠাপড়া নিয়ে তৈরি হতে চলেছে এ সিরিজ। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, আরিয়ানের প্রথম সিরিজে বিশেষ একটি চরিত্রে দেখা যেতে পারে বাদশাহকে। বিশেষ চরিত্রের জন্য শুট করার কথা অভিনেতা রণবীর সিং ও পরিচালক করণ জোহরেরও।