শহরজুড়ে সাটানো আজমেরী ওসমানের পোস্টার ছিড়ে ফেললেন ছাত্রনেতা আরাফাত

- আপডেট সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৪৪ জন পড়েছেন
শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে! প্রস্তুত হউ নারায়ণগঞ্জবাসী, প্রস্তুত হউ বাংলাদেশ! আজমেরী ওসমান সৈনিকেরা প্রস্তুত আছে! বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ব্যাপারে কোনো আপোষ নয়! এমন একটি স্লোগানে গত ১০ আগষ্ট রাতে সারা শহর জুড়ে আজমেরী ওসমানের পোস্টার সাটিয়ে ছিলো তারনুসারীরা। আজমেরী ওসমানের অনুসারীদের এমন কর্মকান্ডে শহরজুরে রাজনৈতিক মহলে শুরু হয় নানা আলচোনা ও সমালোচোনা।
এমন তীব্র আলোচনার পর পরই গত ১২ তারিখ সকালে নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাতের নির্দেশে সারা শহর জুড়ে সাটানো আজমেরী ওসমানের পোস্টার ছিড়ে ফেলেন তাঁর নেতাকর্মীরা। ছাত্রদল নেতা আরাফাতের এমন কর্মকান্ডে সিনিয়র নেতাদের প্রশংসায় তিনি। শহরজুরে আলোচনার কেদ্রবিন্দুতে এখন এই বিষটি।
এই বিষয়ে ছাত্রদলনেতা আরাফত বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী দোসরা ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল মশিউরহান রনির নির্দেশে আওয়ামী দোসরদের প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছি।