ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মামুন রনিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাখাওয়াত টিপু ফতুল্লায় একাধিক মামলার আসামি ছিনতাইকারী দুর্জয় গ্রেপ্তার খালেদা জিয়ার জন্মদিনে ১০০টি মসজিদে মাসুদুজ্জামানের দোয়া  রূপগঞ্জে খাল দখল মুক্ত করেনল প্রশাসন মায়ের ওষুধ আনতে গিয়ে নিখোজ হয় ইয়াসিন চাষাঢ়ায় পঞ্চায়েত নেতাদের মাদক ব্যবসায়ীদের হুমকি, এলাকাবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার চার দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী সিদ্ধিরগঞ্জে নারীসহ ২ লাশ উদ্ধার ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ দিয়েই ফিরছেন জনি ডেপ?
সিদ্ধিরগঞ্জে নারীসহ ২ লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে নারীসহ ২ লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ১০ জন পড়েছেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, সকাল ৯টার দিকে পাইনাদী সিআই খোলা এলাকার ডিএনডি লেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ‍পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর।

ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যা করে লাশ লেকে ফেলে দেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

একইদিন সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আবাসিক কলোনির একটি বাসা থেকে সাবিনা আক্তার লাকি (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় রুবেল মিয়ার স্ত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, এ কলোনিতে সওজের অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীরা অবৈধভাবে এখনো বসবাস করছেন। তারা নিজেদের বসবাসের পাশাপাশি ঘরগুলো বাইরের লোকজনের কাছেও ভাড়া দেয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাকি আক্তারের স্বামী রুবেল মিয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে নিরব নামে এক প্রতিবেশীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। প্রায়শ নিরবের বাসায় যাতায়াত করতেন। মঙ্গলবার রাতেও তিনি নিরবের বাসায় যান। আর বুধবার সকালে তার লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে নিরব পলাতক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘আমরা নিরবের বাসা থেকে লাকির লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।’

ওসি শাহিনূর আলম বলেন, নিহতের সন্তানরা ছোট হওয়ায় ঘটনার বিস্তারিত বলতে পারছে না। স্বামী রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি থানায় আসছেন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে নারীসহ ২ লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে নারীসহ ২ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, সকাল ৯টার দিকে পাইনাদী সিআই খোলা এলাকার ডিএনডি লেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ‍পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর।

ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যা করে লাশ লেকে ফেলে দেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

একইদিন সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আবাসিক কলোনির একটি বাসা থেকে সাবিনা আক্তার লাকি (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় রুবেল মিয়ার স্ত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, এ কলোনিতে সওজের অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীরা অবৈধভাবে এখনো বসবাস করছেন। তারা নিজেদের বসবাসের পাশাপাশি ঘরগুলো বাইরের লোকজনের কাছেও ভাড়া দেয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাকি আক্তারের স্বামী রুবেল মিয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে নিরব নামে এক প্রতিবেশীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। প্রায়শ নিরবের বাসায় যাতায়াত করতেন। মঙ্গলবার রাতেও তিনি নিরবের বাসায় যান। আর বুধবার সকালে তার লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে নিরব পলাতক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘আমরা নিরবের বাসা থেকে লাকির লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।’

ওসি শাহিনূর আলম বলেন, নিহতের সন্তানরা ছোট হওয়ায় ঘটনার বিস্তারিত বলতে পারছে না। স্বামী রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি থানায় আসছেন।