ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশিদের ছাড়, বিচার শুরুর আগেই ভারতীয়দের ফেরত পাঠাবে যুক্তরাজ্য

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ২০ জন পড়েছেন

আপিল শুনানির আগেই বিদেশি অপরাধীদের বহিষ্কারের কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। নতুন করে ভারতসহ আরও ১৫টি দেশকে যুক্ত করা হয়েছে এই ‘এখনই বহিষ্কার, পরে আপিল’ নীতিতে।

তবে তালিকায় বাংলাদেশ নেই।

নীতির আওতায় যুক্তরাজ্যে অপরাধ করা বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো হবে, আর আপিল শুনানি করতে হবে সেখান থেকেই ভিডিও লিংকের মাধ্যমে। খবর বিবিসির।

নতুন যুক্ত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, অ্যাঙ্গোলা, বতসোয়ানা, ব্রুনেই, বুলগেরিয়া, গায়ানা, ইন্দোনেশিয়া, কেনিয়া, লাটভিয়া, লেবানন, মালয়েশিয়া, উগান্ডা ও জাম্বিয়া।

স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, এই পদক্ষেপ বিদেশি অপরাধীদের অভিবাসন আইনকে ফাঁকি দেওয়ার সুযোগ বন্ধ করবে এবং বহিষ্কারের প্রক্রিয়া দ্রুততর করবে।

সরকারি তথ্যে দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসে কারাবন্দি বিদেশি অপরাধীদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা ৩২০, যা শীর্ষ দশের মধ্যে রয়েছে। তবে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এই তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়নি।

মন্ত্রীদের মতে, বহিষ্কার বাড়ালে কারাগারের অতিরিক্ত ভিড় কমবে। বর্তমানে বিদেশি অপরাধী মোট কারাবন্দির প্রায় ১২ শতাংশ। যুক্তরাজ্যে প্রতিটি কারাবন্দির জন্য বছরে গড়ে ৫৪ হাজার পাউন্ড ব্যয় হয়।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশিদের ছাড়, বিচার শুরুর আগেই ভারতীয়দের ফেরত পাঠাবে যুক্তরাজ্য

আপডেট সময় : ০৬:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

আপিল শুনানির আগেই বিদেশি অপরাধীদের বহিষ্কারের কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। নতুন করে ভারতসহ আরও ১৫টি দেশকে যুক্ত করা হয়েছে এই ‘এখনই বহিষ্কার, পরে আপিল’ নীতিতে।

তবে তালিকায় বাংলাদেশ নেই।

নীতির আওতায় যুক্তরাজ্যে অপরাধ করা বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো হবে, আর আপিল শুনানি করতে হবে সেখান থেকেই ভিডিও লিংকের মাধ্যমে। খবর বিবিসির।

নতুন যুক্ত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, অ্যাঙ্গোলা, বতসোয়ানা, ব্রুনেই, বুলগেরিয়া, গায়ানা, ইন্দোনেশিয়া, কেনিয়া, লাটভিয়া, লেবানন, মালয়েশিয়া, উগান্ডা ও জাম্বিয়া।

স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, এই পদক্ষেপ বিদেশি অপরাধীদের অভিবাসন আইনকে ফাঁকি দেওয়ার সুযোগ বন্ধ করবে এবং বহিষ্কারের প্রক্রিয়া দ্রুততর করবে।

সরকারি তথ্যে দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসে কারাবন্দি বিদেশি অপরাধীদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা ৩২০, যা শীর্ষ দশের মধ্যে রয়েছে। তবে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এই তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়নি।

মন্ত্রীদের মতে, বহিষ্কার বাড়ালে কারাগারের অতিরিক্ত ভিড় কমবে। বর্তমানে বিদেশি অপরাধী মোট কারাবন্দির প্রায় ১২ শতাংশ। যুক্তরাজ্যে প্রতিটি কারাবন্দির জন্য বছরে গড়ে ৫৪ হাজার পাউন্ড ব্যয় হয়।