দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব চুন্নু

- আপডেট সময় : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ২৮ জন পড়েছেন
জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির মহাসচিব (একাংশ) মুজিবুল হক চুন্নু।
শনিবার (৯ আগস্ট) গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০তম কাউন্সিলে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।
চুন্নু বলেন, আমরা রাজনীতি করতে গিয়ে অনেক সময় অনেক সিদ্ধান্তই দলীয়ভাবে সঠিক নেওয়া যায় না। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেক সময় আমাদেরকে অনেকে বিভিন্নভাবে কটূক্তি করে, বিভিন্ন দলের সহযোগী হিসেবে আমাদেরকে আখ্যায়িত করে।
তিনি বলেন, সব রাজনৈতিক দলকে বলব জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণভাবে রাজনীতি করা দল। জাতীয় পার্টি একটি আধুনিক গণতান্ত্রিক দল বা মডার্ন ডেমোক্রেটিক পার্টি। সেই দলকে নিয়ে আমরা মানুষের সামনে এগিয়ে যেতে চাই, সব নিয়মকানুন ও আইন মেনে আমরা রাজনীতি করব। সেজন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সরকারসহ সবার সহযোগিতা চাই।
কাউন্সিলে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। কাউন্সিলে স্বাগত বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ প্রমুখ।