ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অস্ট্রেলিয়াকেও ছাড় দেবেন না বাংলাদেশের কোচ

অস্ট্রেলিয়াকেও ছাড় দেবেন না বাংলাদেশের কোচ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ১৫ জন পড়েছেন

নেদারল্যান্ডসের হকি কোচ হলেও এশিয়ায় বেশ পরিচিত সিগফ্রাইড আইকম্যান। প্রায় দেড় যুগ ওমান, জাপান, পাকিস্তানসহ এশিয়ার অনেক দেশের সিনিয়র দলের কোচ ছিলেন তিনি। এবার স্বল্প সময়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের কোচের দায়িত্ব নিলেন তিনি।

আইকম্যান এশিয়ান হকি ফেডারশেনের অন্যতম কোচিং এডুকেটর। কোচদের কোচিং শেখান তিনি। জুনিয়র বিশ্বকাপে নতুন শিষ্যদের নিয়ে শক্তিশালী দলগুলোর সঙ্গে টক্কর দিতে চান আইকম্যান। অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার গ্রুপে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল। তবে এ নিয়ে চিন্তিত নন কোচ।

রোববার হকি ফেডারেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আশার বাণী শুনিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও ফ্রান্স বিশ্বমানের দল। জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তাদের। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চমক সৃষ্টি করতে চাই।’

এটাই চায় হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘বিশ্বকাপ ও আমাদের মান আমরা বুঝি। তাই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল বা ওই পর্যায়ে খেলব এমন ঘোষণা দিচ্ছি না। ফ্রান্স, অস্ট্রেলিয়াকে ভয় না পাওয়া এবং তাদের বিপক্ষে লড়ে বিশ্বকাপে আমাদের র‌্যাংকিং অবস্থান উন্নতি করাই মূল লক্ষ্য।’

ডাচ কোচের সঙ্গে হকি ফেডারেশন শুক্রবার চুক্তি করেছে। তবে তিনি এ সপ্তাহেই আবার বাংলাদেশ ত্যাগ করবেন। সেপ্টেম্বরের প্রথমদিন থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। ২৮ নভেম্বর বিশ্বকাপ শুরু।

তিন মাস সময় পর্যাপ্ত কি না-এ প্রশ্নের জবাবে আইকম্যান বলেন, ‘কোচদের কাছে যত সময় পাওয়া যায় ততই ভালো। তিন মাস সময় মোটামুটি যথেষ্ট। দীর্ঘ সময় অনুশীলন ও ক্যাম্প করানো বাংলাদেশের পক্ষে কষ্টসাধ্য। আমি এ সময়ের মধ্যেই বাংলাদেশ দলের ফিটনেস লেভেল বাড়িয়ে খেলার মান উন্নত করতে চাই।’

বাংলাদেশে কখনো কাজ না করলেও বাংলাদেশের হকি সম্পর্কে ভালো ধারণা রয়েছে তার। ডাচ কোচের মন্তব্য, ‘২০০৯ সালে আমি জাপানের কোচ হই। এরপর থেকে বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দলকে মোকাবিলা করেছি। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথম বাংলাদেশের মুখোমুখি হয়েছিলাম। বাংলাদেশের এই দলে (অ-২১) বিকেএসপির খেলোয়াড় রয়েছে অনেক। তারা বেশ মেধাবী। প্রথমবারের মতো বাংলাদেশ যুব বিশ্বকাপে খেলছে।’

সিনিয়র দলের কোচ হলেও যুবাদের অনুশীলন করানোর বিষয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ ও হকি উন্নয়ন দুটোই আমার পছন্দ। অ-২১ দল মূলত হকির উন্নয়নের জায়গা। তারাই ভবিষ্যৎ। বাংলাদেশ প্রথমবার বিশ্ব পর্যায়ে খেলবে, তাই এখানে এলাম। হকি এখন অনেক আধুনিক। গত বছর আমি যা কোচিং করিয়েছি এখন সেটা পুরোনো মনে হয়। নিজেকে প্রতিনিয়ত বদলাতে হচ্ছে আধুনিকতার সঙ্গে।’

বাংলাদেশ হকি ফেডারেশন পাকিস্তান ও ইউরোপে প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করছে। সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘আমরা সেপ্টেম্বরে পাকিস্তানে চারটি ম্যাচ এবং অক্টোবরের শেষ দিকে জার্মানি ও নেদারল্যান্ডসে ছয়টি ম্যাচ খেলার পরিকল্পনা করছি। ইউরোপে সূচি আগেই নির্ধারিত থাকে। আমাদের কোচের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে আমরা ইউরোপে দল পাঠানোর ব্যাপারে আশাবাদী।’

দীর্ঘ মেয়াদি ক্যাম্প, বিদেশি কোচ, ইউরোপে দল পাঠানো-সব কিছুতেই আর্থিক সংগতি জড়িত। হকি ফেডারেশন বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশনের জন্য পাঁচ কোটি টাকার বাজেট করেছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

অস্ট্রেলিয়াকেও ছাড় দেবেন না বাংলাদেশের কোচ

অস্ট্রেলিয়াকেও ছাড় দেবেন না বাংলাদেশের কোচ

আপডেট সময় : ০৪:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

নেদারল্যান্ডসের হকি কোচ হলেও এশিয়ায় বেশ পরিচিত সিগফ্রাইড আইকম্যান। প্রায় দেড় যুগ ওমান, জাপান, পাকিস্তানসহ এশিয়ার অনেক দেশের সিনিয়র দলের কোচ ছিলেন তিনি। এবার স্বল্প সময়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের কোচের দায়িত্ব নিলেন তিনি।

আইকম্যান এশিয়ান হকি ফেডারশেনের অন্যতম কোচিং এডুকেটর। কোচদের কোচিং শেখান তিনি। জুনিয়র বিশ্বকাপে নতুন শিষ্যদের নিয়ে শক্তিশালী দলগুলোর সঙ্গে টক্কর দিতে চান আইকম্যান। অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার গ্রুপে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল। তবে এ নিয়ে চিন্তিত নন কোচ।

রোববার হকি ফেডারেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আশার বাণী শুনিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও ফ্রান্স বিশ্বমানের দল। জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তাদের। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চমক সৃষ্টি করতে চাই।’

এটাই চায় হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘বিশ্বকাপ ও আমাদের মান আমরা বুঝি। তাই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল বা ওই পর্যায়ে খেলব এমন ঘোষণা দিচ্ছি না। ফ্রান্স, অস্ট্রেলিয়াকে ভয় না পাওয়া এবং তাদের বিপক্ষে লড়ে বিশ্বকাপে আমাদের র‌্যাংকিং অবস্থান উন্নতি করাই মূল লক্ষ্য।’

ডাচ কোচের সঙ্গে হকি ফেডারেশন শুক্রবার চুক্তি করেছে। তবে তিনি এ সপ্তাহেই আবার বাংলাদেশ ত্যাগ করবেন। সেপ্টেম্বরের প্রথমদিন থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। ২৮ নভেম্বর বিশ্বকাপ শুরু।

তিন মাস সময় পর্যাপ্ত কি না-এ প্রশ্নের জবাবে আইকম্যান বলেন, ‘কোচদের কাছে যত সময় পাওয়া যায় ততই ভালো। তিন মাস সময় মোটামুটি যথেষ্ট। দীর্ঘ সময় অনুশীলন ও ক্যাম্প করানো বাংলাদেশের পক্ষে কষ্টসাধ্য। আমি এ সময়ের মধ্যেই বাংলাদেশ দলের ফিটনেস লেভেল বাড়িয়ে খেলার মান উন্নত করতে চাই।’

বাংলাদেশে কখনো কাজ না করলেও বাংলাদেশের হকি সম্পর্কে ভালো ধারণা রয়েছে তার। ডাচ কোচের মন্তব্য, ‘২০০৯ সালে আমি জাপানের কোচ হই। এরপর থেকে বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দলকে মোকাবিলা করেছি। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথম বাংলাদেশের মুখোমুখি হয়েছিলাম। বাংলাদেশের এই দলে (অ-২১) বিকেএসপির খেলোয়াড় রয়েছে অনেক। তারা বেশ মেধাবী। প্রথমবারের মতো বাংলাদেশ যুব বিশ্বকাপে খেলছে।’

সিনিয়র দলের কোচ হলেও যুবাদের অনুশীলন করানোর বিষয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ ও হকি উন্নয়ন দুটোই আমার পছন্দ। অ-২১ দল মূলত হকির উন্নয়নের জায়গা। তারাই ভবিষ্যৎ। বাংলাদেশ প্রথমবার বিশ্ব পর্যায়ে খেলবে, তাই এখানে এলাম। হকি এখন অনেক আধুনিক। গত বছর আমি যা কোচিং করিয়েছি এখন সেটা পুরোনো মনে হয়। নিজেকে প্রতিনিয়ত বদলাতে হচ্ছে আধুনিকতার সঙ্গে।’

বাংলাদেশ হকি ফেডারেশন পাকিস্তান ও ইউরোপে প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করছে। সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘আমরা সেপ্টেম্বরে পাকিস্তানে চারটি ম্যাচ এবং অক্টোবরের শেষ দিকে জার্মানি ও নেদারল্যান্ডসে ছয়টি ম্যাচ খেলার পরিকল্পনা করছি। ইউরোপে সূচি আগেই নির্ধারিত থাকে। আমাদের কোচের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে আমরা ইউরোপে দল পাঠানোর ব্যাপারে আশাবাদী।’

দীর্ঘ মেয়াদি ক্যাম্প, বিদেশি কোচ, ইউরোপে দল পাঠানো-সব কিছুতেই আর্থিক সংগতি জড়িত। হকি ফেডারেশন বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশনের জন্য পাঁচ কোটি টাকার বাজেট করেছে।