আড়াইহাজারে আইনশৃংখলার সভায় ডাকাতি নিয়ে উদ্বেগ
আড়াইহাজারে আইনশৃংখলার সভায় ডাকাতি নিয়ে উদ্বেগ
- আপডেট সময় : ০৪:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১১৬ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ হলরুমে বুধবার সকাল ১১ টায় আইন শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাত হোসেন। সভায় আলোচকেরা ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নইমউদ্দিন, থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসিরউদ্দিন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ সহ নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ ও সরকারী কর্মকর্তারা।
সভায় মাসুম বিল্লাহ তার বক্তব্যে উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতির ব্যপক অবনতি ও ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডাকাতি রোধে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাত হোসেন তার বক্তব্যে বলেন, প্রয়োজনে ডাকাতি রোধে এবং আইন শৃংখলা পরিস্থিতির সার্বিক উন্নয়েন জনগনকে সাথে নিয়ে প্রশাসন এক যোগে কাজ করবে।


























