ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের শোক

নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের শোক

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ২৮ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় রূপ নেয়। এখন পর্যন্ত এ ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ১৬৪ জন, যাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এই মর্মান্তিক ট্রাজেডিতে গোটা জাতির মতো গভীরভাবে শোকাহত নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন।
সোমবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ এক বিবৃতিতে বলেন, “মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এই অকাল প্রাণহানি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি ও বেদনাদায়ক অধ্যায়। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি জানাই গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
শোকবার্তায় তারা আরও বলেন, “এই দুর্ঘটনা আমাদের নিরাপত্তা ও জরুরি প্রস্তুতির বিষয়গুলো নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই দুর্ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায়। নারায়ণগঞ্জের সংবাদপত্র মালিকদের সংগঠন হিসেবে আমরা সবসময় মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও জনগণের পাশে থাকার অঙ্গীকারে বিশ্বাসী।”
নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় এবং জাতির এই দুঃসময়ে সকলে যেন ঐক্যবদ্ধভাবে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ায়, সেই আহ্বানও জানানো হয়।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের শোক

নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের শোক

আপডেট সময় : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় রূপ নেয়। এখন পর্যন্ত এ ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ১৬৪ জন, যাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এই মর্মান্তিক ট্রাজেডিতে গোটা জাতির মতো গভীরভাবে শোকাহত নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন।
সোমবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ এক বিবৃতিতে বলেন, “মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এই অকাল প্রাণহানি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি ও বেদনাদায়ক অধ্যায়। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি জানাই গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
শোকবার্তায় তারা আরও বলেন, “এই দুর্ঘটনা আমাদের নিরাপত্তা ও জরুরি প্রস্তুতির বিষয়গুলো নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই দুর্ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায়। নারায়ণগঞ্জের সংবাদপত্র মালিকদের সংগঠন হিসেবে আমরা সবসময় মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও জনগণের পাশে থাকার অঙ্গীকারে বিশ্বাসী।”
নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় এবং জাতির এই দুঃসময়ে সকলে যেন ঐক্যবদ্ধভাবে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ায়, সেই আহ্বানও জানানো হয়।