ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সিরাজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াইসি

সিরাজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াইসি

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৪ জন পড়েছেন

আশা বেঁচেছিল, তবে সম্ভাবনা ছিল কম। ৪ উইকেট হাতে রেখেও ইংল্যান্ড যে ৩৫ রান নিতে পারবে না, তা বোধহয় কেউ ভাবেননি। সেই অভাবনীয় কাজটিই করে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। ফিরেছেন রাজার বেশে। ভারতকে জিতিয়েছেন, বাঁচিয়েছেন সিরিজ। এমন দুর্দান্ত সিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান ও হায়দরাবাদের এমপি ভূয়সী প্রশংসা করেছেন সিরাজের। হায়দরাবাদের প্রচলিত একটি বাক্য টেনে বলেছেন, সবসময়ের মতোই বিজয়ী সিরাজ। আমরা যেমন হায়দরাবাদি ভাষায় বলি, ‘পুরা খোল দিয়ে পাশা!’

ওভালে ভারত জিততে না পারলে সিরিজ খোয়াতে হতো। তবে সেটি সম্ভব করতে পারেনি ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজ শেষ পর্যন্ত সমতা হয় ২-২ ব্যবধানে। ওই টেস্ট জয়ের নায়ক বনে যান সিরাজ। শেষ ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দাপট চালান। হয়ছেন ম্যাচের সেরাও।

ওয়াইসি সিরাজের উদযাপনের একটি ভিডিওসহ এক্সে ওই পোস্ট করেন। হায়দরাবাদের প্রচলিত প্রবাদ হল ‘পুরা খোল দিয়ে পাশা’ যার অর্থ ‘দারুণ খেলা হয়েছে।’ একজন নিজের সেরাটা দিয়েছে খেলায়। সিরাজকে এই দিন সেই কথা লিখেই তারিফ করেন ভারতের এই রাজনৈতিক নেতা।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিরাজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াইসি

সিরাজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াইসি

আপডেট সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

আশা বেঁচেছিল, তবে সম্ভাবনা ছিল কম। ৪ উইকেট হাতে রেখেও ইংল্যান্ড যে ৩৫ রান নিতে পারবে না, তা বোধহয় কেউ ভাবেননি। সেই অভাবনীয় কাজটিই করে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। ফিরেছেন রাজার বেশে। ভারতকে জিতিয়েছেন, বাঁচিয়েছেন সিরিজ। এমন দুর্দান্ত সিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান ও হায়দরাবাদের এমপি ভূয়সী প্রশংসা করেছেন সিরাজের। হায়দরাবাদের প্রচলিত একটি বাক্য টেনে বলেছেন, সবসময়ের মতোই বিজয়ী সিরাজ। আমরা যেমন হায়দরাবাদি ভাষায় বলি, ‘পুরা খোল দিয়ে পাশা!’

ওভালে ভারত জিততে না পারলে সিরিজ খোয়াতে হতো। তবে সেটি সম্ভব করতে পারেনি ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজ শেষ পর্যন্ত সমতা হয় ২-২ ব্যবধানে। ওই টেস্ট জয়ের নায়ক বনে যান সিরাজ। শেষ ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দাপট চালান। হয়ছেন ম্যাচের সেরাও।

ওয়াইসি সিরাজের উদযাপনের একটি ভিডিওসহ এক্সে ওই পোস্ট করেন। হায়দরাবাদের প্রচলিত প্রবাদ হল ‘পুরা খোল দিয়ে পাশা’ যার অর্থ ‘দারুণ খেলা হয়েছে।’ একজন নিজের সেরাটা দিয়েছে খেলায়। সিরাজকে এই দিন সেই কথা লিখেই তারিফ করেন ভারতের এই রাজনৈতিক নেতা।