ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অবশেষে নতুন নামফলক স্থাপন সিদ্ধিরগঞ্জে ওসিসহ পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ ফতুল্লার উন্নয়ন না করলে তাঁদের অবস্থাও হবে শামীম ওসমানের থেকেও খারাপ:  জীবন বেগম খালেদা জিয়ার ৮০তন জন্মর্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি’র দোয়া  খালেদা জিয়ার জন্মদিনে মাসুদুজ্জামানের উদ্যোগে শতাধিক মসজিদে দোয়া প্রসেনজিতের কোন কথায় চোখে পানি এলো চঞ্চলের অনন্ত সিংয়ের জীবনী নিয়ে সিনেমা করছেন জিৎ শ্বশুরবাড়িতে আরেকটা বিশ্বকাপ জিততে নতুন ভূমিকায় ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে নতুন সুর পুতিনের
প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া-উত্তর কোরিয়া

প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া-উত্তর কোরিয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ৩৫ জন পড়েছেন

রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে মস্কো-পিয়ংইয়ং রুটে এই বিমান চলাচল শুরু হবে।

সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

নর্ডউইন্ড এয়ারলাইন্স প্রতি মাসে একবার করে ফ্লাইট পরিচালনা করবে। রুটে সময় লাগবে প্রায় আট ঘণ্টা। সম্প্রতি রোসাভিয়াতসিয়া দুই দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচলের অনুমোদন দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রথম রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ধীরে ধীরে যাত্রী চাহিদা তৈরি করে এই রুটকে স্থিতিশীল করার লক্ষ্য রয়েছে।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রেলপথ সংযোগ পুনরায় চালুর পর এবার বিমান সংযোগ সম্প্রসারণে কাজ করছে মস্কো ও পিয়ংইয়ং।

এর আগে জুনে দুই দেশের মধ্যে রেলপথ সংযোগ পুনরায় চালু হয়।

অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে স্বাগত জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস জানায়, ল্যাভরভ চীনে অবস্থান করছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণের জন্য। বৈঠকটি তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া-উত্তর কোরিয়া

প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া-উত্তর কোরিয়া

আপডেট সময় : ০৩:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে মস্কো-পিয়ংইয়ং রুটে এই বিমান চলাচল শুরু হবে।

সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

নর্ডউইন্ড এয়ারলাইন্স প্রতি মাসে একবার করে ফ্লাইট পরিচালনা করবে। রুটে সময় লাগবে প্রায় আট ঘণ্টা। সম্প্রতি রোসাভিয়াতসিয়া দুই দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচলের অনুমোদন দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রথম রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ধীরে ধীরে যাত্রী চাহিদা তৈরি করে এই রুটকে স্থিতিশীল করার লক্ষ্য রয়েছে।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রেলপথ সংযোগ পুনরায় চালুর পর এবার বিমান সংযোগ সম্প্রসারণে কাজ করছে মস্কো ও পিয়ংইয়ং।

এর আগে জুনে দুই দেশের মধ্যে রেলপথ সংযোগ পুনরায় চালু হয়।

অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে স্বাগত জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস জানায়, ল্যাভরভ চীনে অবস্থান করছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণের জন্য। বৈঠকটি তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হচ্ছে।