ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৩৭ জন পড়েছেন

বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি তুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেছেন, এটা স্পষ্ট যে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সেই আইনটাও পরিবর্তন করতে হবে এবং ঐকমত্য কমিশনের সে নতুন পদ্ধতি সেটি অনুযায়ী ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে।

রোববার (১৩ জুলাই) সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি দলীয় প্রতীকের বিষয়ে বলেন, ‘শাপলা’ প্রতীকের কোনো বিকল্প নেই। এই প্রতীক পেতে আইনগতভাবে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় এনসিপি রাজনৈতিকভাবে লড়াই করবে।

এদিকে, ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে আইনগত কোনো বাধা নেই বলে দাবি করেন দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি জানান, শাপলা পেতে নতুন করে আবেদন করা হয়েছে।

পাশাপাশি তিনি অভিযোগ তুলে বলেন, বর্তমান ইসি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে, এই ইসি পুনর্গঠন করতে হবে।

এর আগে, সকালে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। সিইসির সঙ্গে প্রতীক বরাদ্দ ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে প্রতীক তালিকা থেকে আইনগতভাবে নৌকাকে বাদ দিতে কমিশনের কাছে সুপারিশ করেছে এনসিপি।

এর আগে, গত বুধবার ‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাবে না। এনসিপির আবেদনে প্রতীক তালিকায় শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ রাখা হয়েছে।

অন্যদিকে, নিবন্ধিত দল নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন ৬৯টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়িয়ে ১১৫টি করার প্রস্তাব দিয়েছে ইসি।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি তুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেছেন, এটা স্পষ্ট যে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সেই আইনটাও পরিবর্তন করতে হবে এবং ঐকমত্য কমিশনের সে নতুন পদ্ধতি সেটি অনুযায়ী ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে।

রোববার (১৩ জুলাই) সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি দলীয় প্রতীকের বিষয়ে বলেন, ‘শাপলা’ প্রতীকের কোনো বিকল্প নেই। এই প্রতীক পেতে আইনগতভাবে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় এনসিপি রাজনৈতিকভাবে লড়াই করবে।

এদিকে, ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে আইনগত কোনো বাধা নেই বলে দাবি করেন দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি জানান, শাপলা পেতে নতুন করে আবেদন করা হয়েছে।

পাশাপাশি তিনি অভিযোগ তুলে বলেন, বর্তমান ইসি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে, এই ইসি পুনর্গঠন করতে হবে।

এর আগে, সকালে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। সিইসির সঙ্গে প্রতীক বরাদ্দ ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে প্রতীক তালিকা থেকে আইনগতভাবে নৌকাকে বাদ দিতে কমিশনের কাছে সুপারিশ করেছে এনসিপি।

এর আগে, গত বুধবার ‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাবে না। এনসিপির আবেদনে প্রতীক তালিকায় শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ রাখা হয়েছে।

অন্যদিকে, নিবন্ধিত দল নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন ৬৯টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়িয়ে ১১৫টি করার প্রস্তাব দিয়েছে ইসি।