প্যারিসে রেড অ্যালার্ট জারি
প্যারিসে রেড অ্যালার্ট জারি

- আপডেট সময় : ০৫:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ২ জন পড়েছেন
ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আশপাশের ১৬টি এলাকায় তীব্র তাপদাহের কারণে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপদাহের কারণে সোমবার প্যারিসে রেড অ্যালার্ট জারি করেছে ফরাসি আবহাওয়া অফিস।
মঙ্গলবারও প্যারিসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। এবারের গরম অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলেছে।
অতিরিক্ত গরমের কারণে প্যারিসের স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। সীমিত করা হয়েছে নির্মাণকাজ। পর্যটকদের নিরাপত্তায় আইফেল টাওয়ারের উপরের অংশ সাময়িক বন্ধ রাখা হয়েছে।
প্যারিস প্রশাসন দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে জনসাধারণকে ঘরের বাহিরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। শহরে ‘কুলিং সেন্টার’ নামের ঠাণ্ডা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে গরমে ক্লান্ত মানুষ বিশ্রাম নিতে পারছেন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ‘হিট ডোম’ নামে এক উচ্চচাপের আবহাওয়া কারণে বাতাস আটকে যায় এবং মেঘ গঠনের সুযোগ পায় না। ফলে সূর্যের তাপ সরাসরি মাটিতে এসে পড়ে এবং তাপমাত্রা বাড়তে থাকে। তারা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতেও এমন গরমের প্রকোপ বাড়বে।
এদিকে, দক্ষিণ ফ্রান্সের কিছু এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনী চেষ্টা চালারেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেখানকার বাসিন্দারা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে প্রচুর পানি পান করতে, হালকা খাবার খেতে এবং শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বিশেষ যত্ন নিতে বলেছে।