কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ২৩ জন পড়েছেন
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ পাগলা চিতাশাল আল্লাহর দান কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো. শরিফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহ।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফতুল্লা থানা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন মোল্লা ও মো. নাছির প্রধান, ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমান, সদস্য সচিব মো. সুমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম রবিন, মিজান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি হাবিবুল্লাহ, ৪ নং ওয়ার্ড সভাপতি লাহা উদ্দিন লাহু, সহ-সভাপতি মান্নান প্রধান, ৬ নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল শেখ, কৃষকদল নেতা ইসমাইল রফিক মিজি, ৮ নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শুক্কুর মাহমুদ, কৃষকদল নেতা মামুন ও সজিব।
কর্মী সম্মেলনে বক্তারা তৃণমূল পর্যায়ে কৃষকদলকে আরও সংগঠিত ও আন্দোলনমুখী করে গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, কৃষকদের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি ও কৃষকদল সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো কমিউনিটি সেন্টার মুখরিত হয়ে ওঠে।