ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আড়ালেই থাকতে চাই, ক্যামেরাম্যান খুঁজে বের করে’ অদ্ভূত কারণে উইম্বলডন স্থগিত রেকর্ড গড়া সেঞ্চুরিতে সুখবর পেলেন মান্ধানা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময়: তারেক রহমান পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: নৌ উপদেষ্টা চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত আ.লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ: নুর মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন
রান্নার চুলা নিভে যাওয়ায় দুর্ভোগে হাজারো পরিবার

না.গঞ্জে তীব্র গ্যাস সংকট

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ১০:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৩৬ জন পড়েছেন

ষ্টাফ রিপোর্টার:
বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে সৃষ্ট গ্যাস সংকটের ঢেউ লেগেছে নারায়ণগঞ্জেও। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ প্রায় বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সকাল থেকে রান্নার চুলা জ্বালাতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো পরিবার।

শহরের গলাচিপা, আমলাপাড়া, খানপুর, দেওভোগসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত বুধবার থেকেই গ্যাসের চাপ কমতে শুরু করে। আজ বৃহস্পতিবার সকালে তা একেবারেই বন্ধ হয়ে যায়। এতে অনেক গৃহিণী ভোরে ঘুম থেকে উঠেও রান্না করতে পারেননি।

আমলাপাড়ার বাসিন্দা নাহিদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল থেকে গ্যাস নাই। ভাত বসিয়েছিলাম, কিন্তু চুলো জ্বলে না। ছেলেমেয়েরা না খেয়ে স্কুলে গেছে। কী করব জানি না। এমন দুর্ভোগ আগে কখনো দেখিনি।”

খানপুরের গৃহিণী রেহানা পারভীন বলেন, “গতকাল থেকে চাপ কম ছিল, কিন্তু আজ একেবারেই নেই। সকাল থেকে পানি গরম করতে পারিনি। বাধ্য হয়ে পাশের হোটেল থেকে খাবার এনেছি। কতক্ষণ এভাবে চলবে কে জানে।”

পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) গত দুইদিন ধরে এলএনজি কার্গো জাহাজ ভেড়ানো সম্ভব হয়নি। এর ফলে জাতীয় গ্রিডে আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে।

বুধবার পেট্রোবাংলা আরও জানায়, বৈরী পরিস্থিতিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও এলএনজি কার্গো জাহাজ এফএসআরইউতে ভেড়ানো সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

রান্নার চুলা নিভে যাওয়ায় দুর্ভোগে হাজারো পরিবার

না.গঞ্জে তীব্র গ্যাস সংকট

আপডেট সময় : ১০:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

ষ্টাফ রিপোর্টার:
বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে সৃষ্ট গ্যাস সংকটের ঢেউ লেগেছে নারায়ণগঞ্জেও। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ প্রায় বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সকাল থেকে রান্নার চুলা জ্বালাতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো পরিবার।

শহরের গলাচিপা, আমলাপাড়া, খানপুর, দেওভোগসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত বুধবার থেকেই গ্যাসের চাপ কমতে শুরু করে। আজ বৃহস্পতিবার সকালে তা একেবারেই বন্ধ হয়ে যায়। এতে অনেক গৃহিণী ভোরে ঘুম থেকে উঠেও রান্না করতে পারেননি।

আমলাপাড়ার বাসিন্দা নাহিদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল থেকে গ্যাস নাই। ভাত বসিয়েছিলাম, কিন্তু চুলো জ্বলে না। ছেলেমেয়েরা না খেয়ে স্কুলে গেছে। কী করব জানি না। এমন দুর্ভোগ আগে কখনো দেখিনি।”

খানপুরের গৃহিণী রেহানা পারভীন বলেন, “গতকাল থেকে চাপ কম ছিল, কিন্তু আজ একেবারেই নেই। সকাল থেকে পানি গরম করতে পারিনি। বাধ্য হয়ে পাশের হোটেল থেকে খাবার এনেছি। কতক্ষণ এভাবে চলবে কে জানে।”

পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) গত দুইদিন ধরে এলএনজি কার্গো জাহাজ ভেড়ানো সম্ভব হয়নি। এর ফলে জাতীয় গ্রিডে আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে।

বুধবার পেট্রোবাংলা আরও জানায়, বৈরী পরিস্থিতিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও এলএনজি কার্গো জাহাজ এফএসআরইউতে ভেড়ানো সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছে।