ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সোনারগাঁওয়ে রতন হত্যা কান্ডের এক আসামী গ্রেফতার করেছে র‍্যাব

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ৮৬ জন পড়েছেন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় এলাকা থেকে রতন (৩৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আরও এক ধাপ এগিয়েছে র‍্যাব-১১। হত্যাকাণ্ডে জড়িত একজন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব জানায়, রতন হত্যার ঘটনা ঘটে ১৭ জুন সকালে। নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। এলাকাবাসী রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় এবং পরে মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খবর পেয়ে র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনাটি ক্লুলেস হলেও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রূপগঞ্জের উত্তর মোগরাকুল তারাব এলাকা থেকে একজনকে গ্রেফতার করে র‍্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম আল ইসলাম (৪০), পিতা-মোহাম্মদ আলী, সাং-বরাবো কামাল নগর, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আল ইসলামকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনারগাঁওয়ে রতন হত্যা কান্ডের এক আসামী গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় এলাকা থেকে রতন (৩৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আরও এক ধাপ এগিয়েছে র‍্যাব-১১। হত্যাকাণ্ডে জড়িত একজন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব জানায়, রতন হত্যার ঘটনা ঘটে ১৭ জুন সকালে। নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। এলাকাবাসী রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় এবং পরে মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খবর পেয়ে র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনাটি ক্লুলেস হলেও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রূপগঞ্জের উত্তর মোগরাকুল তারাব এলাকা থেকে একজনকে গ্রেফতার করে র‍্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম আল ইসলাম (৪০), পিতা-মোহাম্মদ আলী, সাং-বরাবো কামাল নগর, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আল ইসলামকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।