৫৩৫ আফগান নাগরিকদের আশ্রয় দিচ্ছে জার্মানি
- আপডেট সময় : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ৭ জন পড়েছেন
জার্মান সরকার ঘোষণা করেছে যে, পাকিস্তানে আটকা থাকা ৫৩৫ জন আফগান নাগরিককে দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। আগে এই নাগরিকদের জার্মানিতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে থাকছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেছেন, বার্লিন চায় ডিসেম্বরে যত দ্রুত সম্ভব এসব আবেদন নিষ্পত্তি করতে, যাতে আফগানরা জার্মানিতে প্রবেশ করতে পারেন। এই আফগান নাগরিকরা পূর্ববর্তী জার্মান সরকারের একটি শরণার্থী কর্মসূচির অংশ ছিলেন।
তবে মে মাসে চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ক্ষমতা নেয়ার পর এই কর্মসূচি স্থগিত হওয়ায় তারা পাকিস্তানে আটকা পড়েন। কর্মসূচিতে থাকা কেউ কেউ জার্মান সশস্ত্র বাহিনীর সঙ্গে তালেবানবিরোধী অভিযানে যুক্ত ছিলেন, আবার কেউ কেউ ২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফেরার পর বিশেষ ঝুঁকিতে রয়েছেন।
পাকিস্তান বছরের শেষ নাগাদ এই মামলাগুলোর সমাধানের সময়সীমা নির্ধারণ করেছিল, কিন্তু কিছু মামলা নতুন বছরে নিয়ে যেতে হতে পারে। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৬৫০ জনকে নতুন সরকারের কারণে জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পাকিস্তানে থাকা ব্যক্তিদের জার্মানিতে বসবাসের দাবী ত্যাগের বিনিময়ে অর্থ প্রস্তাবও দেওয়া হয়েছিল, তবে নভেম্বরের মধ্য পর্যন্ত মাত্র ৬২ জনই তা গ্রহণ করেছেন।
এদিকে, নভেম্বরে ২৫০টির বেশি মানবাধিকার সংস্থা উল্লেখ করেছে যে, প্রায় ১,৮০০ আফগান নাগরিক পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং তাদের জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

























