ধানের শীষ এদেশের জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক: রাজিব
- আপডেট সময় : ০৬:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৯ জন পড়েছেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করে সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা ও জনগণের দোরগোড়ায় গিয়ে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দেন। এসময় তিনি জনগণের কাছে বিএনপির উন্নয়ন পরিকল্পনা ও দলের ঘোষিত রূপরেখা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে দেশ পুনর্গঠনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে মাশুকুল ইসলাম রাজিব বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। বিএনপি এদেশের জনগণের দল। আর ধানের শীষ এদেশের জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক। আমরা ঘরে ঘরে ধানের শীষের শক্ত ভিত্তি গড়ে তুলতে কাজ করছি। তৃণমূলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র মেরামতের কর্মপরিকল্পনা। এর মাধ্যমে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে এই রূপরেখা জানতে হবে এবং দেশ পুনর্গঠনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে, কারণ তাদের উদ্যম ও নেতৃত্বই আগামী বাংলাদেশের চালিকাশক্তি।”
রাজিব আরও বলেন, “জাতীয়তাবাদী দল ক্ষমতা চায় জনগণের কল্যাণে, ব্যক্তিস্বার্থে নয়। বিএনপি ক্ষমতায় এলে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে, বিচারহীনতার অবসান ঘটবে এবং দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো নতুনভাবে গড়ে উঠবে। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা।”
এসময় নারায়ণগঞ্জ জেলা, ফতুল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





















