নুরুল হক নুরের সাথে সাক্ষাৎ ডা. আসিফ মাহমুদের

- আপডেট সময় : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ৩১ জন পড়েছেন
রাজনৈতিক অঙ্গনে সরব হয়ে উঠেছে গণঅধিকার পরিষদ। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি নুরুল হক নুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ডা. আসিফ মাহমুদ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব মাহমুদ কালাম, মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজু এবং জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. ফারুক হাসান।
বৈঠকে তারা নারায়ণগঞ্জের নির্বাচনকালীন পরিস্থিতি, সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার এবং নারায়ণগঞ্জ-৪ আসনকে কেন্দ্র করে ভবিষ্যৎ কৌশল ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নেতারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিশ্বাসী। এ লক্ষ্যে নারায়ণগঞ্জসহ সারাদেশে সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।