যাত্রী সাধারণে ফিরেছে স্বস্তি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া পূর্বের ন্যায় ৫০ টাকা বহাল থাকবে : ডিসি

- আপডেট সময় : ০১:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ১৬৯ জন পড়েছেন
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট ও যাত্রী ও পণ্য পরিবহণ কমিটির চেয়ারম্যান এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করেন।
জানা গেছে, গত ২০ আগস্ট পরিবহন মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ভাড়া বৃদ্ধির একটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাত্রী সাধারণের ভোগান্তি, সমালোচনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন সেই সিদ্ধান্ত স্থগিত করেছে। ফলে পূর্বের ভাড়াতেই যাত্রীদের যাতায়াত নিশ্চিত করা হবে।
আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। সেহেতু বন্ধন ও উৎসব পরিবহন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুরনো ভাড়াতেই চলবে। পরবর্তী সময়ে পুনরায় বিষয়টি পর্যালোচনা করা হবে।
এদিকে যাত্রী সাধারণ এ সিদ্ধান্তকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। তারা জানিয়েছেন, হঠাৎ ভাড়া বৃদ্ধি তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছিল। জেলা প্রশাসনের এ পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হবে।