উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক)।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের ২০ ও ২১তম ব্যাচের দুই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘সব ধরনের প্রলোভন ও প্ররোচনার ঊর্ধ্বে উঠে পিআইওদের কাজ করতে হবে। প্রশ্নের সম্মুখীন হতে হয়, এমন কাজ করা যাবে না।
সে জন্য এখন কম্বল, টিন ও শুকনো খাবার জেলা ও উপজেলা পর্যায়ে কেনা হচ্ছে। এতে দুর্নীতি অনেকাংশে কমবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি প্রধান উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সব ধরনের দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করেন এবং অবকাঠামগত উন্নয়ন ও নির্মাণকাজ এবং সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম ক্রমান্বয়ে হ্রাস করে দুর্যোগ প্রশমন ও দুর্যোগ মোকাবেলায় অধিকতর গুরুত্বারোপ করেন।’
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নাহিদ সুলতানা মল্লিক বক্তৃতা করেন।