অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা
- আপডেট সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪২ জন পড়েছেন
চাঁদপুর মৎস্য বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শবেবরাত বলেন, প্রতারণার ঘটনায় বিড়ম্বনায় পড়ছেন প্রকৃত মাছ ব্যবসায়ীরা। তাই প্রতারক চক্রকে ধরতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান তিনি।
অন্যদিকে, চাঁদপুরে সস্তায় ইলিশ বিক্রির অভিনব প্রতারণার শিকার রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তের ক্রেতারা। বিষয়টি নজরে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের। প্রতারণা এড়াতে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসক বলেন, শহরের বড়স্টেশনে যারা অনলাইনে ইলিশ বিক্রি করছেন, তারা কেউই বুকিংয়ের নামে আগাম টাকা-পয়সা নিচ্ছেন না। এ বিষয়ে আগেই মাছ ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, তাঁর কার্যালয়ে চাঁদপুরের অনলাইন মাছ ব্যবসায়ীদের তালিকা সাঁটানো আছে। তাছাড়া বেশকিছুদিন ধরে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে প্রচারণা চালানো হয়েছে, কেউ যাতে যাচাই ছাড়া চটকদার বিজ্ঞাপন দেখে ইলিশ কেনার নামে প্রতারণার শিকার না হন। তিনি বলেন, একসময় জ্বিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা খ্যাত এমন কিছু জেলা থেকে একশ্রেণির প্রতারক চক্র এখন অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে এমন কাজ করছে। এরমধ্যে নড়াইলসহ কয়েকটি জেলার নাম উঠে এসেছে।



















