ফতুল্লায় আক্তার-সুমনের ক্যাশিয়ার গ্রেফতার

- আপডেট সময় : ০৫:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ১১৪ জন পড়েছেন
ফতুল্লায় শামীম ওসমানের শ্যালক টিটুর সহেযোগি ব্যবসায়ীক অংশীদার যুবলীগ ক্যাডার আক্তার-সুমনের ক্যাশিয়ার সোলেয়মান কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) শরিফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে সোলেয়মান কে ফতুল্লা রেললাইন বটতলা এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে স্থানীয়রা। সোলেয়মানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলা,ফতুল্লা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলা রয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়,সোলেয়মান আওয়ামীলীগ ক্যাডার আক্তার- সুমনের অনত্যম সহোযোগি।সে এক সময় আক্তার-সুমনের পিতা মৃত আলাউদ্দিন হাজী টি বয় ছিলো। সে মারা গেলে আক্তার- সুমনের বিশ্বস্তঃ সহোযোগি হয়ে উঠে।
আক্তার-সুমনের হয়ে সে এলাকায় সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং গড়ে তোলে। যার নেতৃত্বে ছিলো রতন ও রাসেল। শুধু তাই নয় আওয়ামী লীগ সরকারের শাসনামলে সে প্রশাসনের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলার নেতৃত্বে ছিলো। মাত্র কয়েক বছরের ব্যবধানে সে চাষাড়া বালুর মাঠ এলাকায় ফ্ল্যাট, শিয়াচর লালখা এলাকায় কয়েক কোটি টাকার জমি ক্রয় করে।
অপর একটি সূত্র জানায়, ডাইং ব্যবসায়ী সোলেয়মান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ও স্বেচ্ছাসপবক দল নেতা মামুন হত্যাকান্ডের অন্যতম মাস্টার মাইন্ড এই সোলেয়মান।