মধ্যরাতে জামতলা আমবাগানে গ্যারেজে রিপন হাজি ও ছেলে রাফি গ্রুপের হামলা

- আপডেট সময় : ১২:৪০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ১৯৭ জন পড়েছেন
শহরের জামতলায় মধ্যরাতে আওয়ামীলীগ পরিবহন সন্ত্রাসী রিপন হাজী ও তার ছেলে রাফি গ্রুপ একটি গ্যারেজে হামলা ভাঙ্গচুর ও গ্যারেজ মালিককে বেধরক মারধর করেছে। মঙ্গলাবার দিবাগত রাত সোয়া ১২টায় এ হামলার ঘটনা ঘটে। এসময় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কুপিয়ে আহত করে, গ্যারেজ মালিক নজরুল ও তার ছেলে আবু সাঈদ।
এলাকাবাসী জানান, জামতলা আমবাগান এলাকায় নজরুলের গ্যারেজে দাবীকৃত চাঁদা না দেয়ায় রিপন হাজি ও তার ছেলের বাহিনী এ হামলা চালায়। এসময় গ্যারেজে থাকা বেশ কয়েকটি অটোরিক্সা ভাঙ্গচুর ও গ্যারেজ মালিক নজরুল এবং তার ছেলেকে বেধরক মারধর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলা চলছে (রাত ১২.২৫)।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই আওয়ামীলীগের পরিবহন সন্ত্রাসী রিপন হাজি ও তার ছেলের বাহিনী পালিয়ে যায়। ফতল্লা থানার এস আই আসতাবুল্লাহ শিকদার ঘটনাস্থলে রয়েছেন বলে জানান।
আহতদের নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যাচ্ছে এলাবাসী (রাত ১টা)