ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফতুল্লার উন্নয়ন না করলে তাঁদের অবস্থাও হবে শামীম ওসমানের থেকেও খারাপ:  জীবন বেগম খালেদা জিয়ার ৮০তন জন্মর্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি’র দোয়া  খালেদা জিয়ার জন্মদিনে মাসুদুজ্জামানের উদ্যোগে শতাধিক মসজিদে দোয়া প্রসেনজিতের কোন কথায় চোখে পানি এলো চঞ্চলের অনন্ত সিংয়ের জীবনী নিয়ে সিনেমা করছেন জিৎ শ্বশুরবাড়িতে আরেকটা বিশ্বকাপ জিততে নতুন ভূমিকায় ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে নতুন সুর পুতিনের মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে আইএস সংশ্লিষ্টতার অভিযোগ ইউক্রেনের জমি ‘ভাগাভাগি’র পরামর্শ ট্রাম্পের পাঁচ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কেমন ছিল পুতিনের বৈঠকগুলো

নারায়ণগঞ্জে ডাকাত সর্দার নাকবোচা হালিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৪:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ৬৫ জন পড়েছেন

নারায়ণগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল বাদল বাহিনীর সর্দার আব্দুল হালিম ওরফে নাকবোচা হালিম ওরফে আলীমকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

এর আগপ সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসষ্ট্যান্ড এলাকা থেকে হালিমকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।আব্দুল হালিম (৫০) বরগুনা জেলার সদর থানার আলতাফ চৌকিদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে এবং তার দল ২০১২ সাল থেকে অদ্যাবধি বিভিন্ন জেলায় জেলায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন সময়ে শহরের ভালো বাড়ি এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গের বাসা বাড়িকে লক্ষ্যবস্তু বানিয়ে এসব ডাকতির কার্যক্রম করে আসছে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার দলে ৭-১৫ জন সদস্য রয়েছে যাদের প্রায় সবাই বরগুনা জেলার সদর থানা এবং বরগুনা জেলার আমতলি থানার স্থায়ী বাসিন্দা কিন্তু তারা বেশিরভাগ সময় ডিএমপি ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালি, মুন্সিগঞ্জ জেলাসমূহে তাদের ডাকাতি কার্যক্রমে লিপ্ত ছিল। ডাকাত সর্দার হালিম এর ভাষ্যমতে, ডাকাতি কাজে তারা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করে থাকে।

গ্রেফতারকৃত আসামী আব্দুল হালিম নাক বোচা হালিম ওরফে আলিমের (৫০) বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, হত্যা চেষ্টা, নারী ও শিশু নির্যাতন, মাদক, মানবপাচারসহ সর্বমোট ২২টি মামলা রয়েছে। এছাড়াও সে গত ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫টি ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন