আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতি ও সাইজিং মিলে চুরি

- আপডেট সময় : ০২:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৪ জন পড়েছেন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে পরপর তিনটি বাড়িতে ডাকাতি ও একটি সাইজিং মিলে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ৯ লাখ টাকার মালামাল লুট হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পশ্চিমপাড়া ও বাসস্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, রাত ১টা থেকে ৩টার মধ্যে মুখোশধারী একদল ডাকাত রামচন্দ্রদী পশ্চিমপাড়া এলাকায় হানা দেয়। প্রথমে তারা সেরাজউদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা নগদ ৪০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুটে নেয়। সেরাজউদ্দিনের ছেলে আবু সাইদ বাধা দিলে তাকে মারধর করে আহত করা হয়।
পরবর্তীতে ওই একই দল পাশের দিন ইসলামের বাড়ি থেকে ১৫ হাজার টাকা এবং সুফিয়ানের বাড়ি থেকে ২০ হাজার টাকা লুট করে। এছাড়া তারা লিটন ও সুমনের বাড়িতেও ঢোকার চেষ্টা করে, তবে কোনো মালামাল নিতে পারেনি।
এর কয়েক ঘণ্টা পর, রাত ৪টার দিকে, রামচন্দ্রদী বাসস্টেশন এলাকায় রুহেল সিকদারের মালিকানাধীন একটি সাইজিং মিলে চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালা কেটে মিলের ভেতরে ঢুকে ৬টি মটর, ১৬টি ভিমসহ প্রায় ৮ লাখ টাকার যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় পুলিশি টহলের অভাব এবং রাতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এমন ঘটনা ঘটছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।