ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সিদ্ধরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৭:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ৩২১ জন পড়েছেন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে  তুচ্ছ ঘটনাকে ধরে  ইয়াসিন(১৫)  নামে এক কিশোরকে পেটে ছুরিকাঘাত করে  হত্যার অভিযোগ উঠেছে।  শনিবার রাত সাড় ৯ টায় সিদ্ধিগঞ্জ থানার  এনায়েত নগর লাকিবাজার এলাকায়  ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান,  ইয়াসিন নামে ওই কিশোর লাকিবাজার এলাকার একটি দোকানে বসা ছিল।  এ সময় কিশোর গ্যাং  এর সদস্যরা এসে ইয়াসিনকে দোকান থেকে চলে যেতে বলে।  একপর্যায়ে ইয়াসিনের সাথে কথা কাটাকাটি শুরু হয়।
ওই সময় কিশোর গ্যাং এর  এক সদস্য ইয়াসিনের পেটে ছুরিকাঘাত করে।। ইয়াসিন চিৎকার করলে তাৎক্ষণিক স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়  তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা  হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে ।  এ সময় জরুরি বিভাগের চিকিৎসক ইয়াসিনকে  মৃত ঘোষণা করে।
হাসপাতালে থাকা প্রত্যক্ষদর্শীরা  জানায়,  ইয়াসিন নামে এক কিশোরকে  হাসপাতালে নিয়ে আসা হয় গুরুতর আহত অবস্থায় পেটে ছুরি আঘাত করা। হাসপাতালেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।  ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করেছে।  কিন্তু কে বা কারা ইয়াসিনকে হত্যা করেছে এই বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন জানান,  সিনিয়র জুনিয়র ও দোকানে বসে থাকাকে  কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ওই কিশোরের পেটে ছুরিকাঘাত করা হয়।। এতে গুরুতর আহত হয় কিশোর।  পরে হাসপাতালে নিয়ে আসার পর ওই কিশোরের মৃত্যু হয়।  পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিয়েছে

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন