‘দক্ষ নট শেখ মুজিব দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন’
‘দক্ষ নট শেখ মুজিব দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন’

- আপডেট সময় : ০৪:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ২ জন পড়েছেন
শেখ মুজিবুর রহমানকে ‘দক্ষ নট’ ও ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছিলেন এ জেড এম এনায়েতুল্লাহ্ খান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘দেশকে ভালোবাসতে গিয়েও শেখ মুজিব দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। জীবন দিয়ে তাকে সেই মূল্য শোধ করতে হয়েছে।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ জেড এম এনায়েতুল্লাহ্ খানের বক্তব্যের বরাত দিয়ে শেয়ার করা এক পোস্টে এসব কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খান।
তার ওই পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘◼️ তিনি ছিলেন দক্ষ নট। অভিনয়ের চাতুর্যে প্রতিটি নাটকীয় মুহূর্তে দর্শকবৃন্দের তুমুল করতালি কুড়িয়েছেন, বাগ্মিতার সম্মোহন ও বিভ্রমের মায়াজাল রচনা করেছেন। জাতীয় স্বাধীনতার মহানায়কের শিরোপা পরিধান করেছেন। কিন্তু বারবার ষড়যন্ত্রের ঋণ শুধতে গিয়ে বাংলার মুক্তিকামী মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। সেখানেই তার ট্র্যাজেডি।
◼️ শেখ মুজিবুর রহমানের তিন বছরের দু:শাসন সহস্র জননীর বুক ভেঙ্গে দিয়েছে, শত শত বীর দেশপ্রেমিকের রক্ত রঞ্জিত হয়েছে, দেশীয় সম্পদ পাচারের নয়া ইতিহাস রচনা করেছে, মনন ও সংস্কৃতিকে হত্যা করেছে এবং সর্বোপরি সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে। অর্থনীতির আর কানাকড়িও অবশিষ্ট ছিল না।
◼️ শেখ মুজিবুর রহমান আমার চোখে গ্রীক ট্রাজেডীর করুণ চরিত্র – শ্রেণী চেতনার সংকীর্ণ, ঈর্ষায় বিদ্বিষ্ট, ভালোবাসায় অকৃত্রিম কিন্তু দূর্বলতায় আকীর্ণ একজন নশ্বর মানুষ। ক্ষমতার অঙ্গনে তার সদম্ভ পদচারণা কখনো করুণার সৃষ্টি করেছে, সত্য ভাষণে তিনি ভ্রূকুটি করেছেন, প্রতিবাদীকে রোষানলে ভস্ম করতে চেয়েছেন। দেশকে ভালোবাসতে গিয়েও তিনি দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। জীবন দিয়ে তাকে সেই মূল্য শোধ করতে হয়েছে।’
উল্লেখ্য, এ জেড এম এনায়েতুল্লাহ খান ছিলেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইংরেজি সাপ্তাহিক ‘হলিডে‘ পত্রিকার সম্পাদক। তিনি ছিলেন বাংলাদেশে ক্ষণজন্মা মেধাবী ও বহুমাত্রিক প্রতিভাবান পেশাদারিত্বে দ্যুতি ছড়ানো সাংবাদিকদের অন্যতম।