নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ২১৩ জন পড়েছেন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার শর দত্তপাড়ার বাবুল বেপারীর স্ত্রী মোছা. চাম্পা বেগম (৪৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিমপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. সজিব মিয়া (৩৩)।
রোববার (১০ আগস্ট) রাত ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের উপপরিদর্শক মো. আজাদ হোসেন ও সুফিয়া বেগমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানার হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে আল-মোবারাকা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-৪০৭১) নামের বাসে অভিযান চালায়। এ সময় চাম্পা বেগম ও সজিব মিয়াকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোমবার (১১ আগস্ট) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করেছে।

























