ফতুল্লার ইসদাইরে বসতবাড়ীতে আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
- আপডেট সময় : ০২:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ১৭৮ জন পড়েছেন
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় একটি টিনসেড ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১০টায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, তারা মিয়া নামে এক ব্যক্তির টিনসেড ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া একটি ঘরে হঠাৎ আগুন লাগে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান বলেন, “ঘটনাস্থলে আমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।














