সংখ্যায় সংখ্যায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি
সংখ্যায় সংখ্যায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি

- আপডেট সময় : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৭ জন পড়েছেন
সিরিজে ভালো শুরু পায়নি পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের পর ধুঁকেছে বোলিংয়েও। মিরপুরে দাপুটে জয়ে তিন টি-টোয়েন্টির সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় পাকিস্তানের সিরিজ বাঁচানোর লড়াই। লিটন দাসের দল আজই নিশ্চিত করতে চায় সিরিজ।
কঠিন সেই কুড়ি কুড়ির লড়াইটি শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বসবে সন্ধ্যা ছয়টায়। টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে সরসারি দেখানো হবে ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক দুদলের পরিসংখ্যান, শক্তিমত্তা এবং সেরাদের তথ্য।
মুখোমুখি দেখা— ২৩ ম্যাচ
বাংলাদেশ জয়ী— ৪
পাকিস্তান জয়ী— ১৯
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ১৯৬/৬, লাহোর ২০২৫
পাকিস্তান ২০৩/৫, করাচি ২০০৮
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ৮৫/৯, ঢাকা ২০১১
পাকিস্তান ১২৭/৫, ঢাকা ২০২১
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ
সাকিব আল হাসান (৩৬০)
পাকিস্তান
মোহাম্মদ হাফিজ (২৭৭)
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ
সাকিব (৮৪) পাল্লেকেলে, ২০১২
পাকিস্তান
আহমেদ শেহজাদ (১১১*)
ঢাকা, ২০১৪
সবচেয়ে বেশি ছক্কা
বাংলাদেশ ১০, সাকিব
পাকিস্তান ১৩, শহীদ আফ্রিদি
সর্বোচ্চ জুটি
বাংলাদেশ ১১০
তানজিদ ও পারভেজ
লাহোর, ২০২৫
পাকিস্তান ১৪২, সালমান বাট ও কামরান,
সেন্ট লুসিয়া, ২০১০
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ ৮, তাসকিন আহমেদ
পাকিস্তান ১২, শাদাব খান
সেরা বোলিং
বাংলাদেশ ৩/১০ মাহমুদউল্লাহ,
ঢাকা, ২০২১
পাকিস্তান ৫/৩০, হাসান আলী
লাহোর, ২০২৫
সবচেয়ে বেশি ডিসমিসাল
বাংলাদেশ ১১, মুশফিকুর রহিম
পাকিস্তান ৯, মোহাম্মদ রিজওয়ান
টি-টোয়েন্টি সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে আফগানদের ১০ নম্বরে পাঠিয়ে নয় নম্বরে চলে আসবে বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০ থেকে বেড়ে ২২৩ হবে। পাকিস্তানের পয়েন্ট ২৩১ থেকে কমে ২২৭ হলেও দলটি আটেই থাকবে। বাংলাদেশ সিরিজ হারলেও কোনো সমস্যা নেই। আগের মতো র্যাংকিংয়ে ১০ নম্বরেই থাকবে।