নোবেল পুলিশের হাতে আটক হওয়ার সময় তার স্ত্রী কোথায় ছিলেন
নোবেল পুলিশের হাতে আটক হওয়ার সময় তার স্ত্রী কোথায় ছিলেন

- আপডেট সময় : ০৬:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৫০ জন পড়েছেন
গায়ক নোবেল গত রাতে পুলিশের হাতে আটক হওয়ার সময় সঙ্গে তার স্ত্রী সালসাবিল মাহমুদ ছিলেন- এমন খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি জানান পর সালসাবিল এক ভিডিও বার্তায় প্রতিবাদ জানিয়েছেন। প্রথম সারির এক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিষয়টি তার জন্য খুবই বিব্রতকর।
সালসাবিল মাহমুদ বলেন, ‘আমি নোবেলের সঙ্গে ছিলাম না। আমি সারারাত ঘুমাচ্ছিলাম। সকালে উঠে দেখি আমি নাকি নোবলের সঙ্গে মদ্যপ অবস্থায় ছিলাম, সেই অবস্থায় নাকি পুলিশের হাতে আটক ছিলাম। এমন খবর ছড়িয়ে পড়ায় আমার সম্মান ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও বলেন, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে ফোন করে জানতে চাচ্ছে আমি ছাড়া পেয়েছি কিনা। এটা আমার জন্য খুবই বিব্রতকর সংবাদ, আমি নোবেলের সঙ্গে ছিলাম না।
সালসাবিল বলেন, নোবেলের সঙ্গে আমার কোনো প্রকার যোগাযোগ নেই, দেখাও হয়নি অনেকদিন। কথাও হয় না।
রাজধানীর কল্যাণপুর এলাকায় এক উবারচালককে মারধর করার অভিযোগে শনিবার মধ্যরাতে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করে পুলিশ। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, একজন গাড়িচালকের সঙ্গে গায়ক নোবেলের তর্ক-বিতর্ক হয়। ওই সময় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল বলে আমরা তাকে থানায় নিয়ে আসি। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।