প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া-উত্তর কোরিয়া

- আপডেট সময় : ০৩:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৩৬ জন পড়েছেন
রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে মস্কো-পিয়ংইয়ং রুটে এই বিমান চলাচল শুরু হবে।
সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
নর্ডউইন্ড এয়ারলাইন্স প্রতি মাসে একবার করে ফ্লাইট পরিচালনা করবে। রুটে সময় লাগবে প্রায় আট ঘণ্টা। সম্প্রতি রোসাভিয়াতসিয়া দুই দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচলের অনুমোদন দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রথম রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ধীরে ধীরে যাত্রী চাহিদা তৈরি করে এই রুটকে স্থিতিশীল করার লক্ষ্য রয়েছে।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রেলপথ সংযোগ পুনরায় চালুর পর এবার বিমান সংযোগ সম্প্রসারণে কাজ করছে মস্কো ও পিয়ংইয়ং।
এর আগে জুনে দুই দেশের মধ্যে রেলপথ সংযোগ পুনরায় চালু হয়।
অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে স্বাগত জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস জানায়, ল্যাভরভ চীনে অবস্থান করছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণের জন্য। বৈঠকটি তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হচ্ছে।