বক্তাবলীতে চাঁদা দাবি, যুবদল নেতাকে গণধোলাই

- আপডেট সময় : ০৯:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ২৫৩ জন পড়েছেন
বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার আকিল উদ্দিনের কাছে চাঁদা চেয়ে না পেয়ে হামলা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদল নেতা সাকিব। শুক্রবার বিকেল চারটায় বক্তাবলী ঘাটে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার যুবদল নেতা সাকিব উত্তর নরসিংপুর এলাকার তারা মিয়ার পুত্র। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
জানাযায়, শুক্রবার বিকেলে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার আকিল উদ্দিন। নদী পাড় হওয়ার উদ্দেশ্যে বক্তাবলী ঘাট দিয়ে ট্রলারে উঠলে সাকিব তার কলার চেপে ধরে নামানোর চেষ্টা করে। এসময় অন্যরা বাধা দিলে সাকিব আকিল উদ্দিনকে ধাক্কা দিয়ে এক নারীর উপর ফেলে দিয়ে হত্যার উদ্দেশ্যে চাকু বের করে। তখন ট্রলারে থাকা অন্যরা সাকিবকে ধরে গণধোলাই দিয়ে নদীর পশ্চিম পাড়ে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী আকিল উদ্দিন জানান, আমাকে বেশ কিছু দিন ধরেই চাঁদার জন্য হুমকী দিচ্ছিল সাকিব নামের এই সন্ত্রাসী। শুক্রবার আমি একটি বিয়ের অনুষ্ঠান শেষে বক্তাবলী ঘাটে গিয়ে ট্রলারে উঠলে সাকিব আমার উপর চাকু নিয়ে হামলা করে। সে আমাকে হত্যার হুমকী দেয়। এসময় আমাকে এক নারীর উপর ফেলে দিলে ট্রলারে থাকা অন্য যাত্রীরা সাকিবকে ধরে গণধোলাই দেয়।
তিনি আরো জানান, রাজনৈতিকভাবে আমি একটু ব্যাকফুটে আছি। তাই এ বিষয়ে কোন থানায় কোন অভিযোগ করিনি।