ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আড়ালেই থাকতে চাই, ক্যামেরাম্যান খুঁজে বের করে’ অদ্ভূত কারণে উইম্বলডন স্থগিত রেকর্ড গড়া সেঞ্চুরিতে সুখবর পেলেন মান্ধানা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময়: তারেক রহমান পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: নৌ উপদেষ্টা চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত আ.লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ: নুর মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করা উচিৎ: মামুন মাহমুদ

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৬২ জন পড়েছেন

ফতুল্লা থানা বিএনপির আওতাধীন সাংগঠনিক এলাকাগুলোতে বিএনপির সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে পাগলা এলাকার সিসিলি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ । তিনি এই প্রক্রিয়ায় ফ্যাসিবাদী সরকারের কোনো দোসর যেনো সদস্য হতে না পারে, সেদিকে কঠোর নজর রাখার নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পর তাদের দোসররা অনেকেই রয়ে গেছেন। কিন্তু আমরা আইন হাতে তুলে নেইনি। তারা এখনো নিজ নিজ এলাকায় আছেন।”
তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের এই সদস্য সংগ্রহ অভিযানে সেই সব দোসররা যেনো সদস্য হতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। এক্ষেত্রে ইউনিট প্রধানরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। যদি ফ্যাসিবাদের কোনো দোসর সদস্য হয়, সেটা যদি জানতে পারি তাহলে সংশ্লিষ্ট ইউনিট প্রধানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মামুন মাহমুদ আরও বলেন, “বিএনপি অনেক বড় দল। এই দলে অনেক যোগ্য প্রার্থী আছেন সংসদ নির্বাচন করার মতো।” তবে তিনি সকলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “চূড়ান্তভাবে দল যাকে মনোনয়ন দেবে, আমাদের সবার উচিত তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। সে পর্যন্ত কেউ যেনো দলে বিভেদ সৃষ্টি না করি। যদি কেউ বিভেদ সৃষ্টির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, এবং একরামুল কবীর মামুন।
এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমের জন্য নিজেদের প্রস্তুত করার বার্তা দিচ্ছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করা উচিৎ: মামুন মাহমুদ

আপডেট সময় : ০৯:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

ফতুল্লা থানা বিএনপির আওতাধীন সাংগঠনিক এলাকাগুলোতে বিএনপির সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে পাগলা এলাকার সিসিলি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ । তিনি এই প্রক্রিয়ায় ফ্যাসিবাদী সরকারের কোনো দোসর যেনো সদস্য হতে না পারে, সেদিকে কঠোর নজর রাখার নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পর তাদের দোসররা অনেকেই রয়ে গেছেন। কিন্তু আমরা আইন হাতে তুলে নেইনি। তারা এখনো নিজ নিজ এলাকায় আছেন।”
তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের এই সদস্য সংগ্রহ অভিযানে সেই সব দোসররা যেনো সদস্য হতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। এক্ষেত্রে ইউনিট প্রধানরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। যদি ফ্যাসিবাদের কোনো দোসর সদস্য হয়, সেটা যদি জানতে পারি তাহলে সংশ্লিষ্ট ইউনিট প্রধানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মামুন মাহমুদ আরও বলেন, “বিএনপি অনেক বড় দল। এই দলে অনেক যোগ্য প্রার্থী আছেন সংসদ নির্বাচন করার মতো।” তবে তিনি সকলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “চূড়ান্তভাবে দল যাকে মনোনয়ন দেবে, আমাদের সবার উচিত তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। সে পর্যন্ত কেউ যেনো দলে বিভেদ সৃষ্টি না করি। যদি কেউ বিভেদ সৃষ্টির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, এবং একরামুল কবীর মামুন।
এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমের জন্য নিজেদের প্রস্তুত করার বার্তা দিচ্ছে।