ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৪৬০ কোটি টাকার মামলা সামলাতে হতে পারে পাকিস্তানকে

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ৭ জন পড়েছেন

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচটি মাঠে হবে কি হবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, পাকিস্তান পুরো বিশ্বকাপই বয়কট করতে পারে, এমনকি ভারতের বিরুদ্ধে ম্যাচও খেলতে নাও পারে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৩.৮ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৪৬০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হবে। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচার ও স্পনসরশিপ থেকে আসা রাজস্বও ক্ষতিগ্রস্ত হবে।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, ভারতের সঙ্গে স্টার স্পোর্টসের ৩০০ কোটি ডলারের সম্প্রচার চুক্তির অংশ হিসেবেও আইসিসির মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে।

পাকিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে পাকিস্তানের ভারত-বর্জনের সিদ্ধান্ত।

এর আগে, ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে প্রতিস্থাপন করেছে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি মন্তব্য করেছিলেন, বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে অন্যায়ভাবে এবং সরকার নির্দেশ দিলে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করতে পারে।

২৫ জানুয়ারি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

৪৬০ কোটি টাকার মামলা সামলাতে হতে পারে পাকিস্তানকে

আপডেট সময় : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচটি মাঠে হবে কি হবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, পাকিস্তান পুরো বিশ্বকাপই বয়কট করতে পারে, এমনকি ভারতের বিরুদ্ধে ম্যাচও খেলতে নাও পারে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৩.৮ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৪৬০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হবে। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচার ও স্পনসরশিপ থেকে আসা রাজস্বও ক্ষতিগ্রস্ত হবে।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, ভারতের সঙ্গে স্টার স্পোর্টসের ৩০০ কোটি ডলারের সম্প্রচার চুক্তির অংশ হিসেবেও আইসিসির মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে।

পাকিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে পাকিস্তানের ভারত-বর্জনের সিদ্ধান্ত।

এর আগে, ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে প্রতিস্থাপন করেছে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি মন্তব্য করেছিলেন, বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে অন্যায়ভাবে এবং সরকার নির্দেশ দিলে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করতে পারে।

২৫ জানুয়ারি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।