বন্দরে রিকশা স্ট্যান্ড নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

- আপডেট সময় : ০৪:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৩৪ জন পড়েছেন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুপক্ষ। শুক্রবার রাতে উপজেলার ২২ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় হওয়া এ সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলছে, অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে। আর পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ।
এলাকাবাসী জানান, বন্দর শাহী মসজিদ হাফিজীবাদ এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকার দুই সমর্থক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
গত দুদিন যাবৎ কাউন্সিলরের সমর্থক রনি-জাফর গ্রুপ ও বাবু-মেহেদী গ্রুপ এলাকার আধিপত্য বিস্তারে মহড়া দেয়। শুক্রবার অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’