ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ৫ জন পড়েছেন

একদিনেই লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। তাকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে বিএনপি। অভ্যর্থনায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করছেন। পরিদর্শন করেছেন বিমানবন্দর থেকে আগমন পথের সড়ক। ওইদিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তাকে রাজধানীর তিনশ ফিটে সংবর্ধনা দেবে বিএনপি।

সূত্র জানায়, বৃহস্পতিবার তারেক রহমানের ট্রাভেল পাসের জন্য আবেদন করা হয়েছিল। ওইদিনই তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপির একজন সিনিয়র নেতা শুক্রবার যুগান্তরকে বলেন, সব পরিকল্পনা মতোই এগোচ্ছে। তিনি (তারেক রহমান) ট্রাভেল পাসও পেয়ে গেছেন।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপির একটি প্রতিনিধিদল শুক্রবার বিমানবন্দর থেকে আগমন পথের সড়ক ও অভ্যর্থনাস্থল সরেজমিন পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন-দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব।

অভ্যর্থনা কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিরাপত্তাজনিত সব বিষয় নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সরকার এ ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করছে।

প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এটি তিনশ ফিটের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে। তারেক রহমান জনগণের সামনে উপস্থিত হবেন, জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন। এটি কোনো জনসভা নয়।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, অঙ্গ এবং সহযোগী সংগঠন রাজধানীর কোন স্পটে কারা অবস্থান করবে ইতোমধ্যে তা প্রাথমিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা রাজধানীর চার প্রবেশদ্বারে অবস্থান করার কথা রয়েছে। সে অনুযায়ী রাজধানীর আশপাশের এলাকার কেন্দ্রীয় এবং জেলার গুরুত্বপূর্ণ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের দায়িত্বশীল এক নেতা বলেন, পূর্বাঞ্চলের নেতাকর্মীরা সায়েদাবাদ-যাত্রাবাড়ী, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতাকর্মীরা কদমতলী-বাবুবাজার ব্রিজ, উত্তরাঞ্চলের নেতারা আমিনবাজার এবং মধ্যাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলের নেতাকর্মীরা উত্তরা-টঙ্গী এলাকায় অবস্থান করার কথা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিএনপির ধারণা, তারেক রহমানকে স্বাগত জানাতে ২৫ ডিসেম্বর অর্ধকোটি মানুষ রাজধানী ঢাকায় অবস্থান করবেন।

সূত্র জানায়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ২৫ ডিসেম্বর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ। তিনি দেশে পা রাখার পর বিমানবন্দর থেকে এই নিরাপত্তা আয়োজনের সূচনা হবে। দেশে ফেরার পর তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পাবেন পুলিশ প্রটেকশনসহ বিশেষ নিরাপত্তা। এছাড়া তারেক রহমানের বাসভবন এবং অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে তার ধারেকাছেও ভিড়তে দেবে না পুলিশ।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতোমধ্যে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বৃহস্পতিবার যুগান্তরকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন। লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন।

অভ্যর্থনা কমিটির সদস্য সচিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

আপডেট সময় : ০৬:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

একদিনেই লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। তাকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে বিএনপি। অভ্যর্থনায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করছেন। পরিদর্শন করেছেন বিমানবন্দর থেকে আগমন পথের সড়ক। ওইদিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তাকে রাজধানীর তিনশ ফিটে সংবর্ধনা দেবে বিএনপি।

সূত্র জানায়, বৃহস্পতিবার তারেক রহমানের ট্রাভেল পাসের জন্য আবেদন করা হয়েছিল। ওইদিনই তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপির একজন সিনিয়র নেতা শুক্রবার যুগান্তরকে বলেন, সব পরিকল্পনা মতোই এগোচ্ছে। তিনি (তারেক রহমান) ট্রাভেল পাসও পেয়ে গেছেন।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপির একটি প্রতিনিধিদল শুক্রবার বিমানবন্দর থেকে আগমন পথের সড়ক ও অভ্যর্থনাস্থল সরেজমিন পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন-দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব।

অভ্যর্থনা কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিরাপত্তাজনিত সব বিষয় নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সরকার এ ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করছে।

প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এটি তিনশ ফিটের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে। তারেক রহমান জনগণের সামনে উপস্থিত হবেন, জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন। এটি কোনো জনসভা নয়।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, অঙ্গ এবং সহযোগী সংগঠন রাজধানীর কোন স্পটে কারা অবস্থান করবে ইতোমধ্যে তা প্রাথমিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা রাজধানীর চার প্রবেশদ্বারে অবস্থান করার কথা রয়েছে। সে অনুযায়ী রাজধানীর আশপাশের এলাকার কেন্দ্রীয় এবং জেলার গুরুত্বপূর্ণ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের দায়িত্বশীল এক নেতা বলেন, পূর্বাঞ্চলের নেতাকর্মীরা সায়েদাবাদ-যাত্রাবাড়ী, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতাকর্মীরা কদমতলী-বাবুবাজার ব্রিজ, উত্তরাঞ্চলের নেতারা আমিনবাজার এবং মধ্যাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলের নেতাকর্মীরা উত্তরা-টঙ্গী এলাকায় অবস্থান করার কথা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিএনপির ধারণা, তারেক রহমানকে স্বাগত জানাতে ২৫ ডিসেম্বর অর্ধকোটি মানুষ রাজধানী ঢাকায় অবস্থান করবেন।

সূত্র জানায়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ২৫ ডিসেম্বর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ। তিনি দেশে পা রাখার পর বিমানবন্দর থেকে এই নিরাপত্তা আয়োজনের সূচনা হবে। দেশে ফেরার পর তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পাবেন পুলিশ প্রটেকশনসহ বিশেষ নিরাপত্তা। এছাড়া তারেক রহমানের বাসভবন এবং অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে তার ধারেকাছেও ভিড়তে দেবে না পুলিশ।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতোমধ্যে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বৃহস্পতিবার যুগান্তরকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন। লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন।

অভ্যর্থনা কমিটির সদস্য সচিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি।