টাকা ছাড়াই রেকর্ড খতিয়ানের ৫টি ভুল সংশোধন করবেন যেভাবে
- আপডেট সময় : ০৩:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ৮ জন পড়েছেন
ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে দলিল ও রেকর্ড খতিয়ানের পাঁচ ধরনের গুরুতর ভুল বিনা খরচে এবং মামলা ছাড়া সংশোধন করা যাবে। সংশ্লিষ্ট এসিল্যান্ড (এসএলআর) ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই ভূমি মালিকরা এ সুযোগ পাবেন।
আগে এসব ভুল ঠিক করতে আদালতের দ্বারস্থ হতে হতো এবং বছরের পর বছর সময় ও বিপুল অর্থ ব্যয় হতো। অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান জীবদ্দশায়ও হয়ে উঠত না।
কোন কোন ভুল সংশোধন করা যাবে
১. নামের বানান ভুল – মালিক, পিতা-মাতা বা স্বামী-স্ত্রীর নামের বানানে গড়মিল।
২. ঠিকানা সংশোধন – ঠিকানা বা অন্যান্য করণিক তথ্যের ভুল।
৩. অংশের ঘরে ভুল – অংশ কম বা বেশি লেখা (যেমন ৫০ এর জায়গায় ৫০০ লেখা)।
৪. জমির শ্রেণীতে ভুল – ধানিজমির জায়গায় বাস্তুভিটা লেখা ইত্যাদি।
৫. দাগ নম্বরে ভুল – মূল দাগের পরিবর্তে অন্য দাগ বসে যাওয়া।
ভূমি মালিককে সংশ্লিষ্ট এসিল্যান্ড কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি নিয়ে আবেদন করতে হবে।
সরকারের উদ্যোগ
অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ১৯৫০ সালের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট-এর ১৪৩ ও ১৪৪ ধারার ক্ষমতা অনুযায়ী মাঠ পর্যায়ের এসিল্যান্ডদের এসব ভুল সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
আরও হামলার শঙ্কা, দেশের সম্পদ রক্ষা করার আহ্বান আসিফ মাহমুদের
ভূমি বিশেষজ্ঞদের মত
ভূমি বিশেষজ্ঞদের মতে, সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে লাখো ভূমি মালিক মামলা, হয়রানি ও অযথা খরচ থেকে মুক্তি পাবেন।
ভূমি মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে—দলিলে কোনো ভুল ধরা পড়লে মামলা না করে সরাসরি এসিল্যান্ড কার্যালয়ে প্রমাণপত্রসহ আবেদন করতে।





















