ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে টানা পূর্ণদিবস কর্মবিরতি শুরু, ক্লাস বন্ধ দেশজুড়ে

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২৩ জন পড়েছেন
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। তিন দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে দেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে আবারও ক্লাস বন্ধ হয়ে গেছে।

এর আগে ৯ নভেম্বর একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছিলেন শিক্ষকরা। পরে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসে ক্লাসে ফেরেন তারা।

দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় আবারও কর্মবিরতির ডাক দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। এবারের কর্মবিরতি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, ২৩ ও ২৪ নভেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি পালনের পর ২৫ নভেম্বর থেকে টানা তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। দাবি আদায়ে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে সংগঠনের।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রাথমিক বিদ্যালয়ে টানা পূর্ণদিবস কর্মবিরতি শুরু, ক্লাস বন্ধ দেশজুড়ে

আপডেট সময় : ০৫:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। তিন দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে দেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে আবারও ক্লাস বন্ধ হয়ে গেছে।

এর আগে ৯ নভেম্বর একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছিলেন শিক্ষকরা। পরে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসে ক্লাসে ফেরেন তারা।

দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় আবারও কর্মবিরতির ডাক দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। এবারের কর্মবিরতি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, ২৩ ও ২৪ নভেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি পালনের পর ২৫ নভেম্বর থেকে টানা তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। দাবি আদায়ে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে সংগঠনের।