ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১৮৪ জন পড়েছেন

সাগর,রুনি হত্যা মামলাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতসহ ২১ দফা দাবিতে নারায়ণগঞ্জে সাংবাদিক সমাজ বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ব্যানারে সমবেত হন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক।
সমাবেশে বক্তারা সবচেয়ে জোরালোভাবে কথা বলেন সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড এখনও অমীমাংসিত।


সমাবেশে বক্তারা বলেন, ১৩ বছর ধরে বার বার সময় নেওয়া হয়েছে, তদন্তের নামে প্রহসন হয়েছে। একটি রাষ্ট্রে সাংবাদিকেরা যদি ন্যায়বিচার না পান, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে?
বক্তারা আরও বলেন, শুধু সাগর-রুনি নয় মুকুল, দিপক, শিমুল, হুমায়ুন কবীর বাবু থেকে শুরু করে বিভিন্ন সময় নিহত অনেক সাংবাদিকের হত্যা মামলা এখনও বিচারহীন। তাই সাংবাদিক সমাজ বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, দেশে নবম ওয়েজ বোর্ড ঘোষণা হলেও অধিকাংশ গণমাধ্যম মালিক তা বাস্তবায়ন করছে না।মাঠে মাঠে আমরা ঝুঁকি নিই, গুলি-লাঠির সামনে দাঁড়াই, কিন্তু মাস শেষে ন্যায্য বেতন পাই না। ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নত হবে।এ ছাড়া দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি উঠে সমাবেশে। বক্তাদের মতে, ডিজিটাল যুগে সংবাদপেশা আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে, কিন্তু সমানতালে বাড়ছে না সুবিধা-সংরক্ষণ।


সাম্প্রতিক বছরগুলোতে দেশে নানা গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিককে অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠে আসে।
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের এক সদস্য বলেন, অনেক মিডিয়া হাউস কাভারেজ বা রাজনৈতিক চাপে সাংবাদিকদের বরখাস্ত করে। এটি শুধু শ্রম অধিকার লঙ্ঘন নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত।
তারা বলেন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।
বক্তারা বলেন, ২১ দফার দাবিগুলো আজ শুধু সাংবাদিক সমাজের দাবি নয়, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াই।
বিক্ষোভ সমাবেশে শহরের প্রবীণ সাংবাদিক থেকে শুরু করে তরুণ রিপোর্টাররা একসঙ্গে দাঁড়ান।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে এম মাফুজুর রহমান,দি নিউ নেশন পত্রিকার নির্বাহী সম্পাদক এ আর ফররুখ আহমেদ খসরু, দৈনিক দিনকাল পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি এম আর কালাম, নাহিদ আজাদ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ , নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, বাংলাদেশ বুলেটিনের সোনারগাঁ প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সোজাসাপটা পত্রিকার চীফ রিপোর্টার সাব্বির হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব মিয়া, দৈনিক পূর্বাভাস পত্রিকার যুগ্ম আহবায়ক সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক দেশ পত্রিকার মোখলেছুর রহমান তোতা, বাংলাদেশের প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, নয়া দিগন্ত পত্রিকার ফতুল্লার প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ মাসুম, মানব জমিনের ফতুল্লা প্রতিনিধি আবু সাঈদ পাটুয়ারী রাসেল, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন,শরিফুল ইসলাম আরজু, প্রমুখ।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জে ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

আপডেট সময় : ০১:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

সাগর,রুনি হত্যা মামলাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতসহ ২১ দফা দাবিতে নারায়ণগঞ্জে সাংবাদিক সমাজ বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ব্যানারে সমবেত হন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক।
সমাবেশে বক্তারা সবচেয়ে জোরালোভাবে কথা বলেন সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড এখনও অমীমাংসিত।


সমাবেশে বক্তারা বলেন, ১৩ বছর ধরে বার বার সময় নেওয়া হয়েছে, তদন্তের নামে প্রহসন হয়েছে। একটি রাষ্ট্রে সাংবাদিকেরা যদি ন্যায়বিচার না পান, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে?
বক্তারা আরও বলেন, শুধু সাগর-রুনি নয় মুকুল, দিপক, শিমুল, হুমায়ুন কবীর বাবু থেকে শুরু করে বিভিন্ন সময় নিহত অনেক সাংবাদিকের হত্যা মামলা এখনও বিচারহীন। তাই সাংবাদিক সমাজ বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, দেশে নবম ওয়েজ বোর্ড ঘোষণা হলেও অধিকাংশ গণমাধ্যম মালিক তা বাস্তবায়ন করছে না।মাঠে মাঠে আমরা ঝুঁকি নিই, গুলি-লাঠির সামনে দাঁড়াই, কিন্তু মাস শেষে ন্যায্য বেতন পাই না। ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নত হবে।এ ছাড়া দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি উঠে সমাবেশে। বক্তাদের মতে, ডিজিটাল যুগে সংবাদপেশা আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে, কিন্তু সমানতালে বাড়ছে না সুবিধা-সংরক্ষণ।


সাম্প্রতিক বছরগুলোতে দেশে নানা গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিককে অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠে আসে।
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের এক সদস্য বলেন, অনেক মিডিয়া হাউস কাভারেজ বা রাজনৈতিক চাপে সাংবাদিকদের বরখাস্ত করে। এটি শুধু শ্রম অধিকার লঙ্ঘন নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত।
তারা বলেন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।
বক্তারা বলেন, ২১ দফার দাবিগুলো আজ শুধু সাংবাদিক সমাজের দাবি নয়, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াই।
বিক্ষোভ সমাবেশে শহরের প্রবীণ সাংবাদিক থেকে শুরু করে তরুণ রিপোর্টাররা একসঙ্গে দাঁড়ান।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে এম মাফুজুর রহমান,দি নিউ নেশন পত্রিকার নির্বাহী সম্পাদক এ আর ফররুখ আহমেদ খসরু, দৈনিক দিনকাল পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি এম আর কালাম, নাহিদ আজাদ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ , নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, বাংলাদেশ বুলেটিনের সোনারগাঁ প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সোজাসাপটা পত্রিকার চীফ রিপোর্টার সাব্বির হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব মিয়া, দৈনিক পূর্বাভাস পত্রিকার যুগ্ম আহবায়ক সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক দেশ পত্রিকার মোখলেছুর রহমান তোতা, বাংলাদেশের প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, নয়া দিগন্ত পত্রিকার ফতুল্লার প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ মাসুম, মানব জমিনের ফতুল্লা প্রতিনিধি আবু সাঈদ পাটুয়ারী রাসেল, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন,শরিফুল ইসলাম আরজু, প্রমুখ।