কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার সদরের খানাখন্দ ও ভাঙ্গাচুড়া সড়ক পরিদর্শনে এসেছেন সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। আজ রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভাঙ্গা ও খানাখন্দে সড়ক পরিদর্শন করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়াসহ কর্মকর্তারা ছাড়াও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. নাজমুল হাসানসহ অন্যান্য নেতারা।
খন্দকার গোলাম মোস্তফা সাংবাদকিদের বলেন, ‘আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যেই দেবীদ্বার অংশের বারেরা (ফুলগাছ তলা) থেকে নিউমার্কেট এলাকায় ৫ কোটি টাকা প্রাক্কলন ব্যায় ধরে ২৪ ফুট প্রসস্তে ২৫২ মিটার সড়কের ঢালাইয়ের কাজ ধরব।
ইতিমধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি, কংশনগর, বারেরা (ফুলগাছতলা), দেবীদ্বার নিউমার্কেট, ভিংলাবাড়ি এলাকার ৫টি স্থানের জন্য ১০ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে সড়ক সংস্কারে ৫ ভাগে টেন্ডার আহবান করা হয়েছে। এর মধ্যে বারেরা (ফুলগাছতলা) এবং নিউমার্কেট এলাকার জন্য ৫ কোটি টাকা, অন্যান্য স্থানের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’তিনি আরো বলেন, ‘গত ১৪ অক্টোবর টেন্ডার ড্রপিং-এ কংশনগর এলাকা সংস্কারে (২০৪ মিটার সড়ক ঢালাইয়ে ৩ কোটি টাকা বরাদ্ধে) ঠিকাদার পাওয়া গেছে। দেবীদ্বার অংশের জন্য কোনো ঠিকাদার দরপত্র আহবান করেননি।
তাই আরো একবার টেন্ডার ড্রপিং এর সময় দিতে হবে। যাতে আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাজ ধরতে পারি।’সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘গত ৬ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান’র মধ্যে হওয়া কথোপকথনের একটি ২ মিনিট ৩ সেকেন্ডের অডিও ক্লিপ গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’
ওই অডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়- ‘অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি আপনারা দেবীদ্বার নিউমার্কেট এলাকার রাস্তার কাজ না ধরেন, তবে দুপুর ২টার পর থেকে ওই রাস্তা দিয়ে একটি গাড়িও চলতে দেওয়া হবে না।
এমনকি ওই রাস্তায় ধান ও মাছ চাষ করা হবে।’জবাবে সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের সময় দিতে হবে।’
আজ রবিবার দুপুরে মোবাইল ফোনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কালের কণ্ঠকে জানান, যেহেতু সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী ১৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন, সেহেতু আমরা আজ রবিবার রাতে বসে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো।