ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না’ মিছিল করতে না পেরে শহীদ মিনারেই ফিরে গেলেন শিক্ষকরা নুরুল হক নুরের সাথে সাক্ষাৎ ডা. আসিফ মাহমুদের অগ্নিকাণ্ডে তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ: পরিবেশ উপদেষ্টা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না : ইসি আনোয়ারুল খালেদা জিয়ার নামে মামলা করা সেই আ.লীগ নেতার নাম জুলাইযোদ্ধার তালিকায়! পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ২৫০০ রোগীকে চিকিৎসা প্রদান শিগগিরই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে, আশা রিজওয়ানার জামায়াতের পিআর আন্দোলন একটি রাজনৈতিক প্রতারণা : নাহিদ ইসলাম

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ : পূর্ণিমা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১৪ জন পড়েছেন
যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ—সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এমনটাই মন্তব্য করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

কাজের খবরের পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্তও মাঝেমধ্যে এ মাধ্যমে শেয়ার করেন নায়িকা। তবে নিজের বিভিন্ন মুহূর্তের ছবির বাইরে সেভাবে ব্যতিক্রম কোনো কথা শেয়ার করতে দেখা যায় না তাকে। কিন্তু এবার এই অভিনেত্রী জানালেন আক্ষেপের কথা।

আজ রবিবার দুপুরে এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’

তবে কাকে উদ্দেশ্য করে কিংবা ইঙ্গিত করে এমন কথা লিখেছেন নায়িকা, তা উল্লেখ করেননি।

পোস্টে তিনি আরো লিখেছেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে।

প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’সব শেষে পূর্ণিমা লিখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

পূর্ণিমার এমন কথায় অবাক হচ্ছেন অনুরাগীদের অনেকেই।

আবার কেউ কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন।কেউ লিখেছেন, ‘পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ : পূর্ণিমা

আপডেট সময় : ০৪:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ—সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এমনটাই মন্তব্য করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

কাজের খবরের পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্তও মাঝেমধ্যে এ মাধ্যমে শেয়ার করেন নায়িকা। তবে নিজের বিভিন্ন মুহূর্তের ছবির বাইরে সেভাবে ব্যতিক্রম কোনো কথা শেয়ার করতে দেখা যায় না তাকে। কিন্তু এবার এই অভিনেত্রী জানালেন আক্ষেপের কথা।

আজ রবিবার দুপুরে এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’

তবে কাকে উদ্দেশ্য করে কিংবা ইঙ্গিত করে এমন কথা লিখেছেন নায়িকা, তা উল্লেখ করেননি।

পোস্টে তিনি আরো লিখেছেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে।

প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’সব শেষে পূর্ণিমা লিখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

পূর্ণিমার এমন কথায় অবাক হচ্ছেন অনুরাগীদের অনেকেই।

আবার কেউ কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন।কেউ লিখেছেন, ‘পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’