ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না’ মিছিল করতে না পেরে শহীদ মিনারেই ফিরে গেলেন শিক্ষকরা নুরুল হক নুরের সাথে সাক্ষাৎ ডা. আসিফ মাহমুদের অগ্নিকাণ্ডে তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ: পরিবেশ উপদেষ্টা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না : ইসি আনোয়ারুল খালেদা জিয়ার নামে মামলা করা সেই আ.লীগ নেতার নাম জুলাইযোদ্ধার তালিকায়! পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ২৫০০ রোগীকে চিকিৎসা প্রদান শিগগিরই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে, আশা রিজওয়ানার জামায়াতের পিআর আন্দোলন একটি রাজনৈতিক প্রতারণা : নাহিদ ইসলাম

ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: নির্বাচন কমিশনার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১৫ জন পড়েছেন

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে প্রতীকটি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। রোববার (১৯ অক্টোবর) সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না উল্লেখ করে তিনি জানান, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে এবং কোনো বিতর্কিত ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই কমিশনের অবস্থান বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, আইনগতভাবে আওয়ামলীগ স্থগিত দল হওয়ায় তাদের কার্যক্রমও স্থগিত রয়েছে, ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।

প্রশিক্ষণ কর্মশালায় সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: নির্বাচন কমিশনার

আপডেট সময় : ০৪:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে প্রতীকটি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। রোববার (১৯ অক্টোবর) সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না উল্লেখ করে তিনি জানান, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে এবং কোনো বিতর্কিত ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই কমিশনের অবস্থান বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, আইনগতভাবে আওয়ামলীগ স্থগিত দল হওয়ায় তাদের কার্যক্রমও স্থগিত রয়েছে, ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।

প্রশিক্ষণ কর্মশালায় সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।