সংবাদ শিরোনাম :
সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাওয়ার মুডে আছে : ডা. সায়ন্থ
প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০১:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৬৮ জন পড়েছেন
সাখাওয়াত হোসেন বলেন, সেনাবাহিনীর অবস্থান শুরু থেকে একটা নির্বাচনের পক্ষে যে, একটা নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সরকার গঠিত হয়ে তাদের হাতে যাক।
সায়ন্থ আরো বলেন, জনগণ পিআরটা এখনো গ্রহণ করে নাই। কারণ বাংলাদেশের জনগণ এখনো নিজেদেরকে ইউরোপ আমেরিকার মতো ভাবে না। তারা বাংলাদেশকে তুলনা করে কিছুটা ইন্ডিয়ার সঙ্গে, কিছুটা পাকিস্তানের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, নেপালের সঙ্গে। যেটা বোঝে জিওগ্রাফিক্যালি, সোসিও-ইকোনমিক্যালি। সেখানে নেপাল এবং শ্রীলঙ্কা পিআর দিয়ে কোন বেনিফিট পায় নাই। না দুর্নীতি কমেছে, না স্বজনপ্রীতি কমেছে, না সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়েছে। মাঝখান থেকে সরকার অস্থির হয়েছে এবং বারবার ভেঙে গেছে। সর্বশেষ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মত পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং পিআরটা বাংলাদেশের জনগণের কাছে এখনো স্পষ্ট না।
ট্যাগ :



















