ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ১০

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৫ জন পড়েছেন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক আত্মঘাতী হামলায় মঙ্গলবার অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরের বাইরে হামলাটি ঘটে।

বিস্ফোরণের পরপরই কয়েকজন বন্দুকধারী ওই সদরদপ্তরে ঢুকে পড়ে এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় বলে টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি।

বুগতি বলেন, আত্মঘাতী হামলাকারী একটি পিকআপ ট্রাক চালাচ্ছিল, আর নিরাপত্তা বাহিনী পরে আরো চারজন হামলাকারীকে হত্যা করেছে।

তিনি বলেন, ‘এই কাপুরুষোচিত হামলা আমাদের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির পথ থেকে সরাতে পারবে না।’

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত কাকার জানিয়েছেন, নিহতদের মধ্যে সাধারণ মানুষ ও সেনা সদস্য উভয়ই রয়েছে। তিনি রয়টার্সকে বলেন, হামলায় অন্তত ৩৩ জন আহত হয়েছে। নিহত সেনাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

কোয়েটা হলো আফগানিস্তান ও ইরানের সীমানা ঘেঁষে অবস্থিত অশান্ত বেলুচিস্তান প্রদেশের রাজধানী।

খনিজ-সমৃদ্ধ এ অঞ্চলে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ হিসেবে গওয়াদার বন্দর নির্মাণ করেছে চীন। প্রায় ৬৫ বিলিয়ন ডলারের এই প্রকল্প চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত, যা সড়ক, রেল ও সমুদ্রপথে বৈশ্বিক প্রভাব বাড়ানোর উদ্যোগ।

সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা হামলা জোরদার করেছে।

তবে মঙ্গলবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।বিচ্ছিন্নতাবাদীরা সাধারণত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং চীনা নাগরিক ও তাদের প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালায়। তারা দাবি করে, প্রাদেশিক সম্পদে নিজেদের ন্যায্য হিস্যা পাওয়ার জন্য তারা লড়ছে।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, এ অঞ্চলে বিনিয়োগে বাধা দিতে ও সহিংসতা উসকে দিতে এসব জঙ্গি গোষ্ঠীকে সহায়তা করছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। তবে নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ১০

আপডেট সময় : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক আত্মঘাতী হামলায় মঙ্গলবার অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরের বাইরে হামলাটি ঘটে।

বিস্ফোরণের পরপরই কয়েকজন বন্দুকধারী ওই সদরদপ্তরে ঢুকে পড়ে এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় বলে টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি।

বুগতি বলেন, আত্মঘাতী হামলাকারী একটি পিকআপ ট্রাক চালাচ্ছিল, আর নিরাপত্তা বাহিনী পরে আরো চারজন হামলাকারীকে হত্যা করেছে।

তিনি বলেন, ‘এই কাপুরুষোচিত হামলা আমাদের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির পথ থেকে সরাতে পারবে না।’

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত কাকার জানিয়েছেন, নিহতদের মধ্যে সাধারণ মানুষ ও সেনা সদস্য উভয়ই রয়েছে। তিনি রয়টার্সকে বলেন, হামলায় অন্তত ৩৩ জন আহত হয়েছে। নিহত সেনাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

কোয়েটা হলো আফগানিস্তান ও ইরানের সীমানা ঘেঁষে অবস্থিত অশান্ত বেলুচিস্তান প্রদেশের রাজধানী।

খনিজ-সমৃদ্ধ এ অঞ্চলে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ হিসেবে গওয়াদার বন্দর নির্মাণ করেছে চীন। প্রায় ৬৫ বিলিয়ন ডলারের এই প্রকল্প চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত, যা সড়ক, রেল ও সমুদ্রপথে বৈশ্বিক প্রভাব বাড়ানোর উদ্যোগ।

সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা হামলা জোরদার করেছে।

তবে মঙ্গলবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।বিচ্ছিন্নতাবাদীরা সাধারণত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং চীনা নাগরিক ও তাদের প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালায়। তারা দাবি করে, প্রাদেশিক সম্পদে নিজেদের ন্যায্য হিস্যা পাওয়ার জন্য তারা লড়ছে।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, এ অঞ্চলে বিনিয়োগে বাধা দিতে ও সহিংসতা উসকে দিতে এসব জঙ্গি গোষ্ঠীকে সহায়তা করছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। তবে নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করে।